পরিবারের সবার জন্য ঈদের কানাকাটা শেষ করে ফেলেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ঈদে আপনজনদের দিতে কিছু দিতে পারার মধ্যে একটা আনন্দ আছে। তবে বাড়ির কর্তাদের আনন্দের চেয়ে দায়িত্ববোধটা বেশি প্রাধান্য পায়। নিজের কথা ভুলে সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছেন। আপনি ঠিকেই বলেছেন, "যারা কর্তা মানুষ আছেন, তাদের অবস্থা এই ঊর্ধ্বগতির বাজারে সত্যিই বড্ড করুণ"।
পোস্টের ছবি গুলোও সুন্দর হয়েছে। ঈদের কেনাকাটা বিষয়ক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা।