ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে তৈরি অপরাজিতা ফুলের তোড়া।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন। আজ ১১ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল।২৭শে অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে অপরাজিতা ফুলের তোড়া তৈরি করবো। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভাল লাগে। মাটির বিকল্প হিসাবে বিভিন্ন জিনিস বানানো যায় এই ক্লে দিয়ে। যদিও মাটির মতো করে ব্যবহার করা যায় না। একটু সময় নিয়ে করতে হয় ক্লের কাজ। তবে ক্লে দিয়ে যে কোন জিনিস বানাতে বেশ ভালই লাগে।আর ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমার আজকের অপরাজিতা ফুলটি যাতে সুন্দর হয় সেজন্য বেশ সময় নিয়ে করেছি। যখন ঠিক করলাম আজ ক্লের কাজ করবো তখন দেখি সবুজ রং এর ক্লে শেষ। নীল আর হলুদ রং এর ক্লে দিয়ে যে সবুজ রং বানাবো তাও শেষ। তাই পাতা বানাতে আমি সবুজ রং এর কাগজ ব্যবহার করেছি। প্রথমে ভেবে ছিলাম দেখতে ভাল লাগবে না। ক্লের সাথে কাগজ এর সংমিশ্রণটি। কিন্তু বানানোর পর বেশ ভালই লাগছিলো দেখতে। কেমন লাগছে আমার বানানো অপরাজিতা ফুলের তোড়াটি কমেন্ট করে জানাতে পারেন। অপরাজিতা ফুলের তোড়াটি বানাতে আমি ব্যবহার করেছি বিভন্ন রং এর ক্লে ও সবুজ রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই ক্লে দিয়ে অপরাজিতা ফুলের তোড়া তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো অপরাজিতা ফুলের তোড়াটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।বিভন্ন রং এর ক্লে
২। তার
৩।কাঁচি
৪।সবুজ রং এর কাগজ
৫।ক্লে টুলস
৬।গ্লু
অপরাজিতা ফুল তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে অপরাজিতা ফুলের পাপড়ি বানানোর জন্য কিছুটা নীল রং এর ক্লে নিয়ে নিয়েছি। হাত দিয়ে লম্বা শেপ বানিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে অপরাজিতার পাপড়ি বানিয়ে নিলাম।
ধাপ-২
এবার হলুদ রং ক্লে দিয়ে একটা ছোট পাপড়ি বানিয়ে নিলাম।
ধাপ-৩
এবার হলুদ রং এর পাপড়িটি পুর্বে বানানো নীল রং এর পাপড়ির মাঝখানে বসিয়ে দিলেম।
ধাপ-৪
এবার ক্লে টুলস দিয়ে পাপড়ির মধ্যে দাগ দিয়ে নিলাম।
ধাপ-৫
এবার ছোট দু'টো পাপড়ি বানিয়ে বানানো পাপড়ির উপর বাসিয়ে দিলাম।
ধাপ-৬
এবার ফুলের বৃন্ত বানানোর জন্য সবুজ রং এর ক্লে হাত দিয়ে লম্বা কয়ে নিয়েছি। এবং তা কাঁচি দিয়ে জিকজাক ভাবে কেটে নিয়েছি এক পাশে। এবার বানানো বৃন্তটি বানানো অপরাজিতা ফুলের সাথে লাগিয়ে নিয়েছি। একইভাবে আরও দু'টো বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার কয়েকটি তার সবুজ রং এর কাগজ দিয়ে প্যাচিয়ে নিয়েছি। ডাল বানানোর জন্য।
ধাপ-৮
সবুজ রং কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি। বানানো পাতাগুলো তারের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার পাতা ও ফুল গুল একসাথে প্যাচিয়ে নিয়ে একটি তোড়া বানিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার অপরাজিতা ফুলের তোড়া।
উপস্থাপন
আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো অপরাজিতা ফুলের তোড়া আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।
উপকরণ
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেনী | ডাই পোস্ট |
ক্যামেরা | Redmi Note a-5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৭শে অক্টোবর, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অপরাজিতা আমার ভীষণ পছন্দের৷ জানেন এক প্রিয় কবি আমায় অপরাজিতা নাম দিয়েছিলেন৷ বলতেন নীলাব্জ অপরাজিতা। হা হা। আপনার ফুলটি কী অসাধারণ হয়েছে৷ মনেই হচ্ছে না ক্লে দিয়ে বানানো৷ অপূর্ব৷
বাহ বেশ সুন্দর নাম দিয়েছে তো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
https://x.com/selina_akh/status/1850551505956602164
আপু আপনার তৈরি করা অপরাজিতা ফুলের তোরা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে আপনি ফুল পাতা ও ডালগুলো তৈরি করেছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো আপনার তৈরি করার পদ্ধতি দেখে। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার বানানো আপরাজিতা ফুলের তোড়া যে আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
অপরাজিতা ফুলের তোড়া চমৎকার হয়েছে আপু। ক্লে দিয়ে এই ধরনের কাজগুলো করতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে কঠিন মনে হয়। অসাধারণ ভাবে আপনি ফুলগুলো তৈরি করেছেন। চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।
আমার বেশ ভালো লাগে ক্লের কাজ করতে। তবে তেমন কঠিন না। একবার চেস্টা করেন পারবেন আশাকরি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার আজকের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। অপরাজিতা ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল। আপনি আজকে ক্লে দিয়ে এই ফুলগুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ক্লে দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা সম্ভব। প্রথম দেখে বোঝাই যাচ্ছিল না এটি ক্লে দিয়ে তৈরি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায় কেবল চিন্তা করে বে্র করতে হয় এই যা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি তো একেবারে বিশ্বাস করতে পারিনি এটা আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। কারণ আপনার তৈরি করা এই অপরাজিতা ফুলের তোড়া দেখেই মনে হচ্ছে বাস্তবিক। ফুলগুলোর কালার কম্বিনেশন টাও এত সুন্দর ছিল যে, কেউ প্রথমে দেখলে মনে করবে এটা সত্যিকারের।
আমি চেস্টা করেছি কিছুটা বাস্তবের কাছাকাছি বানাতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ক্লে দিয়ে অসাধারণ একটি অপরাজিতা ফুলের তোড়া তৈরি করেছেন। প্রথমে আমি ফুলের তোড়া দেখে ভেবেছিলাম সত্যি কারের ফুল দিয়ে তৈরি।পোস্টটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি।অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপু এতো সুন্দর ভাবে ফুলের তোড়া তৈরীর প্রত্যেকটি ধাপ বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনি কাগজ ও ক্লে এর সমন্বয়ে সুন্দর অপরাজিতা ফুল তৈরি করেছেন।ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো বাস্তবের মতোই দেখতে লাগে।তেমনি আপনার তৈরি অপরাজিতা ফুলগুলোও সত্যিকারের মতো দেখতে লাগছে।দারুণ হয়েছে আপু,ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।
জি ক্লে দিয়ে যদি কোন কিছু ভালোভাবে বানানো হয় তবে দেখতে বাস্তবের মতো মনে হয়। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আমি তো ফার্স্টে মনে করেছিলাম সত্যিকার অপরাজিতা ফুল পড়ে রয়েছে। কিন্তু আপনি যে এর মধ্যে এত সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন তা ভেবেই আমি অবাক। এক কথায় বলতে গেলে দারুন হয়েছে, অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি।
অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যি আপু মুগ্ধ না হয়ে পারলাম না। আপনি এত সুন্দর করে ক্লে দিয়ে অপরাজিতা ফুল তৈরি করেছেন। সবার ক্রিয়েটিভ পোস্টগুলো যতই দেখতেছি ততই দিন দিন যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি এত সুন্দর দক্ষতা দিয়ে অপরাজিতা ফুল তৈরি করে নিলেন। আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে অনেক ভালো লেগে থাকে।
জি আপু সবার ক্রিয়েটিভ পোস্টগুলো দেখে নিজেকেও তৈরি করছি। তবে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।