অরিগ্যামিঃ ডলফিন তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২রা কার্তিক,হেমন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d3.jfif

d6.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে চেস্টা করি একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করতে। আর আমার বাংলা ব্লগে যুক্ত হবার পর নতুন নতুন অরিগ্যামি তৈরিতে আগ্রহ সৃষ্টি হয়েছে । এখন অনেক কিছুর অরিগ্যামি তৈরি করতে পারি। তার মধ্য থেকে আজ একটি ডলফিনের অরিগ্যামি আপনাদের সাথে শেয়ার করবো। কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে কোন কিছু তৈরি করাই হল অরিগ্যামি। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। আজ আমি এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই ডলফিনটি তৈরি করেছি।কাজটি করতে আমার বেশ ভালো লেগেছে। আর কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে নতুন কিছু বানাতে বেশ ভালই লাগে। ডলফিনের অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও কালো সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক ,ডলফিনের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d26.jfif

১।রঙ্গিন কাগজ।
২।কালো সাইন পেন

ডলফিনের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d25.jfif

প্রথমে ১২সেঃমিঃX ১২ সেঃমিঃসাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি ডলফিনের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

d24.jfif

d23.jfif

কাগজটিকে কোনাকুনিভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d22.jfif

d21.jfif

এবার কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৪

d20.jfif

d19.jfif

এবার কাগজের ভাঁজ খুলে নিয়েছি।এবং একইভাবে অন্য পাশেও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

d18.jfif

d17.jfif

এবার ছবির মত করে ভাঁজ করে নিয়েছি কাগজটিকে।

ধাপ-৬

d16.jfif

d15.jfif

d13.jfif

d12.jfif

d11.jfif

এবার ভাঁজ করা কাগজের এক অংশ ছবির মতো পরপর ভাঁজ করে ডলফিনের মুখ বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d10.jfif

d9.jfif

d8.jfif

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা কাগজ আবারও ভাঁজ করে ডলফিনের পা বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

d7.jfif

কাগজের অন্য পাশ ভাঁজ করে ডলফিনের লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-৯

d6.jfif

এবার কালো রং এর সাইন পেন দিয়ে ডলফিনের চোখ এঁকে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম ডলফিনের অরিগ্যামিটি।

উপস্থাপনা

d2.jfif

d4.jfif

d1.jfif

আশাকরি আমার আজকের বানানো ডলফিনের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ১৮ই অক্টোবর ,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

Sort:  
 last year 

কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ডলফিন তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার ধাপে ধাপে তৈরি করা দেখতে পেয়ে আমিও শিখে নিলাম।

 last year 

আমি চেস্টা করেছি সহজ করে উপস্থাপনের জন্য। আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজের ডলফিন অনেক সুন্দর হয়েছে আপু। চমৎকার ভাবে আপনি কাগজের ভাঁজ করে ডলফিন তৈরি করেছেন। অসাধারণ একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য পোস্টটি পড়ে।

 last year 

আপু আপনি তো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ডলফিন তৈরি করে ফেললেন। আপনার তৈরি করার ডলফিন টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। তবে আমার এই ধরনের পোস্টগুলো তৈরি করার থেকে বেশি সময় লাগে লেখার জন্য। কেননা ভাঁজ গুলো সবার মাঝে কিভাবে যে উপস্থাপন করব সেটাই ভেবে পাইনা। যাইহোক খুবই ভালো লাগলো আপু আপনার পোষ্ট ধন্যবাদ।

 last year 

ঠিক তাই পোস্ট বানানোর চেয়ে ভাঁজের বর্ণনা করা বেশ সময় সাপেক্ষ ও কঠিন। ধন্যবাদ আপু।

 last year 

শুনে অনেক ভালো লাগলো প্রতি সপ্তাহে চেস্টা করেন একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করতে ।রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ডলফিন তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পোস্টের ভিন্নতা আনতে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করি। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ডলফিন তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই ডলফিন তৈরি করতে দেখে বেশ ভালো লেগেছে। নতুন একটা আইডিয়া পেয়ে গেলাম আপনার এই পোষ্টের মধ্য দিয়ে।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ডলফিন এর অরিগ্যামি তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।কাগজের তৈরি এরকম জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া রঙ্গিন কাগজের তৈরি এ রকম জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ডলফিন এর অরিগামী তৈরি করে দেখিয়েছেন। হারামাইন কাগজ দিয়ে চমৎকার ভাবে আপনি ডলফিন তৈরি করেছেন। আপনার চমৎকার এই অভিজ্ঞতা দেখে ভালো লাগলো আমার।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.