কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ২৮ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ।১৩ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি কুইলিং পোস্ট।কুইলিং হচ্ছে পেপার রোলিং বা পেপার স্ক্রলিং বা কাগজের কয়েল। কাগজ উদ্ভাবনের সাথে সাথে কুইলিং করা শুরু হয়েছিল চীনে অথবা মিশরে।মূলত ফুলদানি,গয়নার বাক্স,ঝুড়ি,প্রতিকৃতি,পর্দা ও আসবাবপত্রের সৌন্দর্য্য বৃদ্ধিতে কুইলিং ব্যবহার করা হত।মূলত বিত্তবান মহিলারা এ কাজ করতেন। কুইলিং এর প্রচলন প্রাচীনকাল থেকেই চলে আসছে। বর্তমানেও এর প্রচলন রয়েছে।আমি আজ আপনাদের মাঝে কুইলিং বা কাগজের কয়েল তৈরি করে একটি হাঁসের প্রতিকৃতি তৈরি করবো। কাজটি জটিল ও সময় সাপেক্ষ। নতুন ধরনের একটি পোস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। এই পোস্টটি তৈরি করতে আমি ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ। আশাকরি পোস্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কুইলিং করে কিভাবে হাঁসের প্রতিকৃতি তৈরি করলাম।

q1.jpg

উপকরণ

q19.jpg

১।কালো,কমলা ও হলুদ রং এর কাগজ
২।এন্টি কাটার
৩।গাম
৪।টুথ পিক

তৈরির পদ্ধতি

ধাপ-১

q18.jpg

প্রথমে ১সেঃ মিঃ চওরা করে হলুদ ও কালো রং এর কাগজ নিয়েছি হাঁস বানানোর জন্য।

ধাপ-২

q17.jpg

এরপর কেটে নেয়া হলুদ রং এর কাগজের দু'টো টুকরো গাম দিয়ে লাগিয়ে লম্বা করে নিয়েছি।

ধাপ-৩

q15.jpg

এরপর একটি টুথ পিকের সাহায্যে হলুদ রং এর কাগজটি প্যাচিয়ে নিয়েছি। ছবির মত করে।

ধাপ-৪

q14.jpg

এরপর প্যাচানো কাগজটি ছেড়ে দিয়েছি একটু লুজ হওয়ার জন্য। এরপর কাগজটির শেষ প্রান্ত গাম দিয়ে লাগিয়ে নিয়েছি

ধাপ-৫

q13.jpg

এবার কাগজ দিয়ে বানানো কয়েলটির এক প্রান্ত আঙুলের চাপ দিয়ে হাঁসের লেজ এর শেপ বানালাম।ছবির মতো করে।

ধাপ-৬

q11.jpg

q10.jpg

এবার হাঁসের মাথা বানানোর জন্য কাল রং এর কাগজের সাথে হলুদ রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং একই ভাবে টুথ পিকের সাথে প্যাচিয়ে কয়েল বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

q9.jpg

এবার গাম দিয়ে তৈরি করা কয়েলটি আগে বানানো হাঁসের শরীরের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৮

q8.jpg

q6.jpg

এবার হাঁসের ঠোঁট ও পা তৈরি করার জন্য কমলা রং এর কাগজ কেটে নিয়েছি ছবির মত করে। এবং তা হাঁসের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই কুইলিং করে হাঁসের প্রতিকৃতি বানিয়ে নিলাম।

উপস্থাপনা

q3.jpg

q2.jpg

q4.jpg

আশাকরি, আজকের কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার কুইলিং পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীকুইলিং
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৩ অক্টোবর,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগে না আসলে সত্যিই এত দক্ষতা সম্পন্ন মানুষ দেখতে পারতাম না। এত সুন্দর করে কাগজ দিয়ে একদম কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি করেছেন। সত্যি এটা অসাধারণ ছিল এবং আমাদের মেধার বিকাশ ঘটতেছে আমার বাংলা ব্লগের কারণে।প্রতিটি ধাপ দক্ষতার সহিত আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন। বেশ ভালো লাগলো

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ সকলের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কুইলিং লেখা দেখ প্রথমে বুঝতে পারিনি। কিন্তু পরবর্তীতে বিষয়টি আমার কাছে ক্লিয়ার হলো। হ‍্যা এই কুইলিং এর ব‍্যবহার বিভিন্ন জায়গাই হয়ে থাকে। তবে এইরকম হাঁসের অরিগ‍্যামি তৈরিতে কখনো দেখিনি। অসাধারণ তৈরি করেছেন কুইলিং এর মাধ্যমে হাঁসের অরিগ‍্যামি টা। দেখতে বেশ অসাধারণ এবং চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে এটা শেয়ার করে নেওয়ার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকার ভাবে কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি করেছেন। আপনি মাঝেমধ্যে এমন ধরনের কিছু পোস্ট করেন যেগুলো দেখলে অনেক কিছু শিখার আছে। তবে আজকে আপনার হাঁসের প্রকৃতি তৈরি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি যদি শেয়ার করার জন্য ।

 2 years ago 

আমি চেস্টা করি নতুন নতুন কিছু পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি কুইলিং করে খুব চমৎকারভাবে হাঁসের প্রতিকৃতি তৈরি করেছেন। আপনার চমৎকার আইডিয়া। আপনার হাঁসের প্রতিকৃতি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে এবং চিন্তাভাবনা করে করতে হয়েছে। সত্যিই আপনার হাঁস তৈরি দেখেন মুগ্ধ হয়ে গেলাম। এবং হাঁসের প্রতিকৃতি তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ হাঁসের প্রতিকৃতি তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

কুইলিং করে খুব সুন্দর হাঁসের প্রতিকৃতি তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। হাঁস টি কে দেখতে খুবই কিউট লাগছে। এই ধরনের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা হাঁসটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অত্যন্ত দক্ষতার সাথে কুইলিং করে হাঁসের প্রতিকৃতি তৈরি করেছেন। যেগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর লাগছে। আপনার হাতের এই দক্ষতা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর এই হাঁসের প্রতিকৃতি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।