আর্টঃ একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৭ই মাঘ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের আর্ট শেয়ার করতে। একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। যাতে এক ঘেয়েমি না লাগে। তাই আজ একটি ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি পেন্সিল আর্ট এর সাথে একটি ম্যান্ডালা আর্ট করেছি। আর আর্টটি করেছি সাদা কালো। রঙ্গিন আর্টগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে সাদা কালো আর্ট।তাই আজ একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর্টটি করতে উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি পেন্সিল,কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।কালো রং এর জেল পেন
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে আর্ট পেপারের চারদিকে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে পেন্সিল দিয়ে পাতা সহ একটি ডাল এঁকে নিয়েছি হাল্কা করে।
ধাপ-২
ডালের উপর দু'টো পাখি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।
ধাপ-৩
ডালকে ঘিরে পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৪
ছোট অর্ধ বৃত্তটিতে ত্রিভুজ আকারের কিছু ডিজাইন এঁকে নিয়েছি কালো রং এর জেল পেন দিয়ে।
*ধাপ-৫
কালো রং এর জেল পেন দিয়ে অন্যান্য বৃত্তগুলোতে বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৬
অর্ধবৃত্তের মাঝখানে ফাঁকা জায়গায় একটি চাঁদ এঁকে নিয়েছি। এবং অন্যান্য অংশ পেন্সিল দিয়ে হাল্কা শেডিং এর কাজ করে নিয়েছি।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে সাদা কাল ম্যান্ডালা আর্টতি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি,আজকে ভিন্নভাবে আঁকা সাদা কালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩১শে জানুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | পার্বতীপুর,দিনাজপুর |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যে এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করতে পারেন তা তো আমার জানা ছিল না। ম্যান্ডেলা আর্ট এর মধ্যে পাখি দুইটা আপনি খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন।
আমি চেস্টা করেছি ভাইয়া সুন্দরভাবে আর্ট করার। আপনার মন্তব্য আমাকে আরও উৎসাহিত করবে।ধন্যবাদ ভাইয়া।
Daily task
সাদা কালো খুব সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার আজকের এই ড্রয়িংটা খুবই দারুণ হয়েছে। বিশেষ করে ম্যান্ডেলা ডিজাইন টুকু আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু ।
রঙিন ম্যান্ডেলা গুলো যেমন দেখতে ভালো লাগে, তেমনি এমন সাদা-কালো ম্যান্ডেলাগুলোরও নিজস্ব সৌন্দর্য রয়েছে আপু। আপনার দুটি পাখি সহ ডালকে ঘিরে অর্ধবৃত্ত ম্যান্ডেলা টি বেশ সুন্দর হয়েছে। ম্যান্ডেলার ডিজাইন গুলো বেশ একই মাপের এবং নিঁখুত ই হয়েছে আপু। ফ্রি-হ্যান্ড হলেও আপনার দক্ষতার কারণে বোঝা যাচ্ছে না যে ফ্রি-হ্যান্ড! এতটাই সুন্দর লেগেছে আমার কাছে।
ঠিক তাই সাদা কালো ম্যান্ডালা আর্ট এর আলাদা একটা সৌন্দর্য আছে। বেশ সুন্দর লাগে সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
বাহ। শুধুমাত্র পেন্সিল দিয়ে সাদা কালো যে ম্যান্ডেলা আর্টটি ডিজাইন করেছেন তা এক কথায় অসাধারণ হয়েছে। দুটি পাখি সুন্দর ভাবে বসে রয়েছে তা আপনার ছবিতে আরো সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে দারুন সুন্দর একটি মেন্ডেলা ছবি আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে ধন্যবাদ।।
ধন্যবাদ দাদা মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আসলে এরকম ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
আমার আঁকা আর্ট আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সাদা-কালো ম্যান্ডেলা আর্টটি এক কথায় অসাধারণ ।এত সূক্ষ্ম এবং জটিল ডিজাইন তৈরি করতে যে দক্ষতা ও সময় লাগে, তা স্পষ্ট। ম্যান্ডেলা ডিজাইনের প্রতিটি রেখা যেন এক নতুন রূপের গল্প শোনাচ্ছে। এত সুন্দর একটা সৃষ্টি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ছোট ছোট ডিজাইন করার জন্য ম্যান্ডালা আর্ট করতে সময় লাগে। তবে দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপু।
সাদাকালো একটি চমৎকার মেন্ডেল আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনার আর্ট আমার কাছে খুব ভালো লাগে। আপনি প্রত্যেকটি পোষ্ট খুব যত্ন সহকারে করে থাকেন। খুব যত্ন সহকারে দারুন একটি আর্ট সম্পূর্ণ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সম্পূর্ণ ম্যান্ডেলা টি চমৎকার লেগেছে। ধাপে ধাপে পুরো ম্যান্ডেলা অঙ্কন করার প্রসেস টি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
আমি চেস্টা করি আপু। ধন্যবাদ আপু।
কি দারুণ একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট করেছেন আপু। দারুণ হয়েছে আপনার আর্ট টি।গাছের ডালে দুটোপাখি বসে থাকার দৃশ্য টি অসাধারণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1885334854549856349