অরিগ্যামিঃ কুকুরের মাথার তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২২শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল,৫ই অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o2.jpg

o3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি কুকুরের মাথার অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। তবে কুকুরের মাথার অরিগ্যামিটি বেশ সহজ। কয়েকটি সহজ ভাঁজের মাধ্যমেই এই অরিগ্যামিটি বানানো যায়। আর সময়ও কম লাগে। কুকুরের মাথার অরিগ্যামিটি বানাতে আমি কমলা রং এর কাগজ ,লাল ও কালো রং এর সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক ,কুকুরের মাথার অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

o17.jpg

o18.jpg

১।কমলা রং এর কাগজ।
২।কালো ও লাল সাইন পেন

কুকুরের মাথার অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o17.jpg

প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের কমলা রং এর এক টুকরো কাগজ নিয়েছি কুকুরের মাথার অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o15.jpg

কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o16.jpg

নিজের দিকের কোনা অংশটি কিছুটা পরিমাণে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o13.jpg

o14.jpg

কাগজের দু'পাশের কোনা ছবির মতো পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o7.jpg

নিজের দিকে ভাঁজ করা কাগজ একটি উপরের দিকে ও আরেকটি নিচের দিকে করে নিয়েছি।এবার কালো ও লাল সাইন পেন দিয়ে চোখ ,নাক ও জিহবা এঁকে নিয়ে রং করে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি কুকুরের মুখের অরিগ্যামি।

উপস্থাপনা

o2.jpg

o3.jpg

o5.jpg

আশাকরি আজকে আমার বানানো কুকুরের মাথার অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ৫ই অক্টোবর, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 2 days ago 

খুবই চমৎকার দেখতে একটি অরিগামি বানিয়েছেন। বিশেষ করে আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর করে কুকুরের মুখ তৈরি করেছেন। এরকম একটি ক্রিয়েটিভ কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

cmc.png

 2 days ago 

তুমি কাগজ ব্যবহার করে খুব সুন্দর কুকুরের মাথা তৈরীর অরিগ্যামি শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 yesterday 

সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। এরকম ভাবে কোনো কিছুর অরিগ্যামি তৈরি করলে খুব সুন্দর ভাবে ফুটে উঠে। আপনার তৈরি করা অরিগ্যামি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

ওয়াও আপনি তো কাগজ দিয়ে খুব চমৎকার কুকুরের মুখের অরিগ্যামি বানিয়েছেন। তবে কাগজ দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এসব অরিগ্যামি যদি বানাতে একটু ভুল হয় তাহলে সম্পূর্ণ অরিগ্যামি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ এত সুন্দর করে কাগজ দিয়ে কুকুরের মুখের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

অরিগ্যামি বানাতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি কিন্তু কাগজ দিয়ে ভয়ংকর কুকুরের মুখের অরিগ্যামি বানিয়েছিল। আর এসব অরিগ্যামি বানাতে হলে খুব সাবধানে বানাতে হবে। কাগজের অরিগ্যামি ছোট বাচ্চারা পেলে কিন্তু খেলাধুলা করতে অনেক পছন্দ করে। ভালো লাগলো আপনার অরিগ্যামি দেখে তৈরি।

 yesterday 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 20 hours ago 

আপু আপনি আমাদের মাঝে রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি কুকুরের মাথার অরিগামি তৈরি করছেন।আপনার তৈরি করা অরিগ্যামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 hours ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই কুকুরের মাথার অরিগামি৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে যেরকম চমৎকার দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন৷ যা দেখে বোঝা যাচ্ছে৷ শেষ পর্যন্ত যখন এটি তৈরি করার করেছেন এটিকে একেবারে কিউট দেখা যাচ্ছে৷