ডাই পোস্টঃপুরাতন জুয়েলারি বক্সকে নতুন রুপে সাজালাম।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৬ই মাঘ শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ পুরাতন একটি জুয়েলারি বক্সকে নতুন রুপ দিলাম।জুয়ালারি বক্সটির ঢাকনাটি নস্ট হয়ে গিয়েছিল তাই ব্যবহার করা যাচ্ছিল না। তাই মনে হল বাক্সটি ফেলে না দিয়ে নতুন একটি রুপ দেই ।সেই ভাবনা থেকেই আজকে বক্সটিকে নতুন রুপে সাজালাম।যদিও সময় কিছুটা বেশি লেগেছে কাজটি করতে। কিন্তু কাজটি শেষ করার পর বেশ সুন্দর লাগছিলো বক্সটি। বোঝাই যাচ্ছে না যে বক্সটি পুরাতন। বক্সটিকে নতুন রুপ দিতে আমার প্রয়োজন হয়েছে পুরাতন জুয়েলারি বক্স,ক্লে সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে নতুন রুপ দিলাম পুরাতন জুয়েলারি বক্সটিকে।আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।পুরাতন গহনার বক্স
২।বিস্কিটের প্যাকেট
৩।বিভিন্ন রং এর ক্লে
৪।ক্লে টুলস
৫|কাঁচি
৬|রঙ্গিন কাগজ
জুয়েলারী বক্সকে নতুন রুপ দেয়ার ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে বক্সের সাইডের উচ্চতা অনুসারে বিস্কুটের প্যাকেট থেকে কাগজ কেটে নিয়েছি। কাগজের টুকরোটি গাম দিয়ে বক্সের ভিতরের দিকে লাগিয়ে নিয়েছি।
ধাপ-২
বক্সের ভিতরের মাপ অনুযায়ী বিস্কিটের প্যাকেট গোল করে কেটে নিয়েছি।এবং তা গাম দিয়ে বক্সের ভিতরে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
যেহেতু বক্সটির ঢাকটি নস্ট হয়ে গিয়েছিল। তাই বক্সের মুখের মাপ অনুযায়ী গোল করে বিস্কিটের প্যাকেটটি কেটে নিয়েছি।
ধাপ-৫
এবার চিকন করে এক্টু কাগজ কেটে নিয়েছি বিস্কিটের প্যাকেট থেকে। কাটা কাগজটির এক সাইড মাঝ বরাবর জিকজ্যাক করে কেটে নিয়েছি। যাতে গোল কাগজটির চারপাশে লাগাতে সুবিধা হয়। কেটে নেয়া কাগজটি গাম দিয়ে গোল করা কাগজের চারপাশে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
চিকন করে হলুদ রং এর কাগজ কেটে নিয়েছি। কেটে নেয়া কাগজের টুকরোটি বানানো ঢাকনার চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং গোল করে হলুদ রং এর কাগজ কেটে বানানো ঢাকনার উপরে লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো বক্সের ঢাকনাটি।
ধাপ-৭
এবার ঢাকনাটিকে সুন্দর করার জন্য লাল রং এর ক্লে দিয়ে ফুল বানিয়ে ঢাকনার মাঝখানে লাগিয়ে দিয়েছি। সেই সাথে লাল রং এর ক্লে চিকন করে ঢাকনার চারপাশে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
এবার হলুদ রং এর কাগজ চিকন করে কেটে বক্সের চারপাশে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৯
আবারও গোল করে কাগজ কেটে নিয়েছি বিস্কিটের প্যাকেট থেকে।এবার সেই গোল করে কাটা কাগজটি বক্সের নিচের অংশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। ব্যস নতুনভাবে বানিয়ে নিলাম জুয়েলারি বক্সটি।
উপস্থাপন
আশাকরি জুয়ালারি বক্স এর নতুন রুপ দেয়ার পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩০শে জানুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/selina_akh/status/1885019015137149414
ক্লে, রঙিন কাগজ দিয়ে পুরাতন গয়নার বাক্স কে একেবারে নতুন করে সাজিয়েছেন। এরকম বাক্স মায়ের কাছেও আছে। এরকম গয়নার বাক্স হয়তো কম-বেশি সবার বাড়িতেই আছে। ক্লে, রঙিন কাগজ এবং বিভিন্ন উপকরণ দিয়ে এত সুন্দর করে সাজালে যে এতো ভালো দেখতে হয় সেটা আগে জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি জিনিস শিখলাম। ধাপে ধাপে পুরাতন বাক্সকে নতুন করার প্রক্রিয়া শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
ধ্বংসাবশেষ জুয়েলারি বক্সটাকে নতুন রূপে সাজিয়ে তুলে আবারো ব্যবহারের উপযোগী করে তুললেন। ক্লে দিয়ে দারুন একটি ডিজাইন তৈরি করেছেন পুরনো জুয়েলারি বক্সের মধ্যে। বিস্কিটের প্যাকেট থেকে শক্ত কাগজ এবং রঙিন কাগজ দিয়ে ক্লে এর সমন্বয়ে জুয়েলারি বক্সটি সাজানোর প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপনার বুদ্ধির তুলনা নেই আপু ।আপনি পুরনো জুয়েলারি বক্স অনেক সুন্দর ভাবে নতুন রূপে সাজিয়েছেন যেটি দেখতে আসলে অনেক চমৎকার লাগছে । এই কাজটি করতে একটু সময় লাগে কিন্তু করার পর দেখতে আসলেই অনেক সুন্দর লাগে ।ধন্যবাদ শুভকামনা রইল।
পুরাতন জুয়েলারি বক্স কে আবারও নতুন করে সাজানোর বিষয়টা কিন্তু অনেক ভালো ছিল। আপনি সবসময় আপনার দক্ষতা কে কাজে লাগে অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকেন। আপনি আপনার জুয়েলারি গুলো অনেক সুন্দর করে এখন এটার মধ্যে আবারও রাখতে পারবেন। এটার সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে সাজানোর পর।
আপনি যদি সব সময় এরকম সুন্দর সুন্দর ডাই গুলো তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডাই তৈরি করতে পারবেন। পুরাতন জুয়েলারি বক্স নতুন করে সাজিয়েছেন দেখে সত্যি খুব ভালো লাগছে দেখতে। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এটার মধ্যে রাখতে পারবেন তাহলে তো ভালোই হয়। এটি নতুন করে সাজানোর আইডিয়াটা সত্যি দারুন ছিল।
পুরাতন কোন জিনিসকে এভাবে নতুন করে সাজাতে পারলে দেখতে বেশ ভালো লাগে। আপনার আইডিয়াটা খুব দারুণ ছিল। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।