রেসিপি:লাউ এর পায়েস।

in আমার বাংলা ব্লগ5 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩রা ফাল্গুন, গ্রীষ্মকাল। ১৪৩১ বঙ্গাব্দ। ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

20250214_144636.jpg

20250214_144636.jpg

ঢাকায় কিন্তু ফাগুনের আগুন ঝরা শুরু হয়ে গেছে! সকাল ১১ টার পর কিছু সময়ের জন্য বাসার বাইরে গিয়েছিলাম,) একটি কাজে।তখনেই টের পেলাম। আগুন ঝরা শুরু হয়ে গেছে ঢাকায়। ভালোই সূর্যের তেজ। যদিও ঘরে এখনো তার প্রভাব তেমন পড়েনি। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি রেসিপি ব্লগ নিয়ে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি রেসিপি ব্লগ শেয়ার করতে। চেষ্টা করি ভিন্ন কিছু উপস্থাপন করতে।আজকের রেসিপিটি পায়েসের রেসিপি। লাউয়ের পায়েস। যে কোন পায়েসেই মজাদার। তবে লাউয়ের পায়েস আরো মজাদার। যারা ভোজনরসিক তারা চেষ্টা করে দেখতে পারেন লাউয়ের পায়েস তৈরি করে,একদম ঠকবেন না! বন্ধুরা,তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক লাউয়ের পায়েস তৈরির রেসিপিটি। সাথে জেনে নেই রেসিপিটি তৈরির উপকরণ সমূহ ও সেই সাথে বানানোর ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

20250214_105549.jpg

20250216_143251.jpg

20250216_140312.jpg

20250214_134519.jpg

20250214_132427.jpg

20250214_132130.jpg

20250214_131903.jpg

লাউঅর্ধেক
চিনিস্বাদ মতো
ঝোলা গুড়আধা কাপ
লিকুইড দুধদের লিটার
লবনস্বাদ মতো
ঘি২ টে: চামচ
চালের গুড়া২ ট: চামচ
কাঠ বাদাম৬-৭ পিস
এলাচ৩পিস
দারুচিনিআধা ইঞ্চি
তেজপাতা১ পিস

রন্ধন প্রনালী

*ধাপ - ১

20250214_111731.jpg

প্রথমে লাউ এর খোসা ছাড়িয়ে নিয়েছি।লাউ ধুয়ে মাঝখানের অংশ বাদ দিয়ে দিয়েছি।

ধাপ - ২

20250214_120650.jpg

20250214_120807.jpg

20250214_121053.jpg
এবার গ্রেড করা লাউয়ের কুচি মুঠো করে চিপিয়ে পানি ঝরিয়ে নিয়েছি।

ধাপ - ৩

20250214_135225.jpg

20250214_135319.jpg
এরপর চুলায় একটি পাতিল বসিয়ে পরিমান মত ঘি দিয়ে নিয়েছি। ঘি গরম হয়ে এলে দারুচিনি, তেজপাতা ও এলাচ দিয়ে দিয়েছি।

ধাপ - ৪

20250214_135414.jpg

20250214_135503.jpg
এবার গ্রেড করা পানি ঝরানো লাউয়ের কুঁচি পাতিলে দিয়ে দিয়েছি। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিয়েছি।

ধাপ - ৫

20250214_135859.jpg

20250214_135929.jpg
এবার একটি পাত্রে দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দুধ গরম হয়ে এলে দারুচিনি, তেজপাতা ও এলাচ দিয়ে দিয়েছি, পরিমান মত। এরপর নামিয়ে রাখা ঘিয়ে ভাঁজা লাউয়ের কুঁচি দিয়ে দিয়েছি।সিদ্ধ হওয়ার জন্য চুলার তাপ স্বাভাবিক তাপমাত্রায় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি।

ধাপ-৬

20250214_140029.jpg

20250214_140046.jpg
এরপর পরিমান মত চিনি ও খেজুরের গুড় দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ:৭

20250214_141550.jpg

20250214_140125.jpg

গুড়া দুধ সামান্য লিকুইড দুধ দিয়ে গুলে লাউ ও দুধের মিশ্রণে দিয়ে দিয়েছি।

ধাপ: ৮

.
20250214_142950.jpg

20250214_142927.jpg

দুধ ঘন হয়ে এলে চালের গুড়া সামান্য লিকুইড দুধ দিয়ে গুলে দুধের মধ্যে দিয়েছি।যখন দুধ ঘন হয়ে আসবে তখন বাদাম কুচি দিয়ে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

20250214_144635.jpg

20250214_144603.jpg

20250214_144602.jpg

20250214_144553.jpg

এবার একটি বাটিতে তুলে নিয়েছি এবং উপরে ঝোলা গুড় ছড়িয়ে দিয়েছি।পরিবেশনের জন্য।

আশাকরি, আজকের লাউয়ের পায়েস এর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-সুস্থ থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
 5 days ago 

আজকে একেবারে ইউনিক একটা রেসিপির নাম শুনলাম। লাউয়ের পায়েস তৈরি করা যায় এটা আগে কখনোই আমার জানা ছিল না। আপনি তো দেখছি খুবই ইউনিক এবং মজাদার ভাবে লাউয়ের পায়েস তৈরি করেছেন। বিভিন্ন রকম ইউনিক রেসিপি গুলো আমার কাছে ভালো লাগে খেতে। আমি তো ভাবছি এই পায়েস একদিন তৈরি করে দেখব। আপনার কাছ থেকে রেসিপি টা শিখে নিতে পেরে ভালো লাগছে।

 2 days ago 

আম্মা বানাতো । আমি প্রথম বানালাম। খেতে দারুন আপু। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

Daily task

Screenshot_20250216-174849_Chrome.jpg

Screenshot_20250216-174242_Chrome.jpg

 5 days ago 

হ্যাঁ আপু গরমের তাপ শুরু হয়ে গিয়েছে। যদিও ঘরের ভিতরে তেমন বেশি বুঝা যায় না। তবে বাহিরে গেলে ভালোই টের পাওয়া যায়। যাই হোক আপনি আজ একদমই নতুন ও ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। লাউ দিয়ে এভাবে যে পায়েস রান্না করা যায় তা কখনো জানা ছিল না। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 days ago 

অনেক মজা হয়েছিল আপু পায়েসটি। গুড় দিয়ে বানানোতে আরও বেশি মজা হয়েছিল। ধন্যবাদ আপু।

 5 days ago 

আপনার পোস্টটি পড়ে তো আমি অবাক হয়ে গিয়েছি লাউয়ের আবার পায়েস তৈরি করা যেতে পারে বাবা। এটা আমার কাছে একদম ইউনিক রেসিপি আগে কখনো নামও শুনিনি। খাওয়া তো দূরের কথা। যাই হোক খাবার এর পরিবেশন দেখে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। একদিন বাসায় বানিয়ে দেখতে হবে কেমন লাগে।

 2 days ago 

বেশ খেতে আপু। একদিন বানাবেন আশাকরি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 5 days ago 

লাউ দিয়ে পায়েস কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো।নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

জি আপু খেতে বেশ মজা হয়েছিল। একদিন বানাবেন আশাকরি। ধন্যবাদ আপু।

 5 days ago 

লাউ সবজি সব সময় খাওয়া হয়। তবে কখনো লাউ দিয়ে পায়েস তৈরি করে খাওয়া হয়নি। এই রেসিপিটি আমার কাছে একদমই নতুন মনে হয়েছে। তবে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অসাধারণ হয়েছে আপু আপনার রেসিপি।

 2 days ago 

জি আপু খেতে বেশ মজার ছিল। একদিন ট্রাই করতে পারেন। আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ আপু।

 5 days ago 

এরকম লাউ দিয়ে পায়েস তৈরি করে খাওয়া হয়েছে একবার। খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনার রেসিপিটা তো একদম মুখে লেগে থাকার মতই দেখতে হয়েছে। আমার তো ইচ্ছে করছে এখান থেকে একটু নিয়েই খেয়ে ফেলি। অনেকেই আছে এভাবে রান্না করতে পারে না তাদের জন্য খুব সহজ হবে আপনার রেসিপিটা।

 2 days ago 

কি আর করা খাওয়াতে তো পারছি না। তবে বানিয়ে খেতে পারেন। আসলেই মুখে লেগে থাকার মতো স্বাদ ছিল। ধন্যবাদ আপু।

 yesterday 

জি আপু,এত দূর থেকে ইচ্ছে করলেও কেউ কাউকে কিছু খাওয়াতে পারে না এটাই আফসোস।

 5 days ago 

এত সুন্দর লাউয়ের পায়েস দেখে খিদে বেড়ে গেল আপু। ছবিতে দেখে অসাধারণ সুন্দর হয়েছে বলে মনে হচ্ছে। নিশ্চয় স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। এত সুন্দর লাউয়ের পায়েসের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে অনেক ধন্যবাদ।।

 2 days ago 

নলেন গুড়ের তৈরিতো, তাই খেতে আসাধারন হয়েছিল।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।