অরিগ্যামিঃহাঁস তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই চৈত্র, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২২শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি হাঁসের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।অরিগ্যামি যেহেতু কাগজের ভাঁজের খেলা তাই কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে এই হাঁসের অরিগ্যামিটি তৈরি করেছি। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই হাঁসটি বানিয়ে নেয়া সম্ভব। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে আকাশী রং এর কাগজ ব্যবহার করেছি সেই সাথে আরও কিছু উপকরণ । তাহলে চলুন, দেখে নেয়া যাক, হাঁসের এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।কালো রং এর সাইন পেন
৩।গোলাপী রং এর জেল পেন।
হাঁস এর অরিগ্যামি তৈরি ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৬ সেঃমিঃ X ৭ সেঃমিঃ সাইজের এক টুকরো আকাশী রং এর কাগজ নিয়েছি হাঁস এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে প্রথমে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে প্লেন বানানোর জন্য ভাঁজ করা হয়।
ধাপ-৫
কাগজের কোনা অংশটি দু'বার ভাঁজ করে নিয়েছি ।ছবির মতো করে।
ধাপ-৬
এবার কাগজটিকে মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
পুনরায় কাগজটির কিছু অংশ বাঁকা করে ভাঁজ করে নিয়ে হাঁসের ঠোঁট বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
৩ সেঃমিঃ পর ভাঁজ করা কাগজটি আবারও বাঁকা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
এবার কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১০
পূর্বে ভাঁজ করা কাগজ খুলে হাঁসের পাখা বানিয়ে নিয়েছি।
ধাপ-১১
পাখার দিকের কাগজের কোনা অংশ দু'টো ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-১২
এবার ঠোঁটের কিছুটা অংশ ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সেই সাথে কালো রং এর সাইন পেন দিয়ে হাঁসের ঠোঁট এঁকে নিয়েছি। এবং গোলাপী রং এর জেল পেন দিয়ে হাঁসের ঠোঁট এঁকে নিয়েছি। ব্যাস তৈরি করে নিলাম হাঁসের অরিগ্যামিটি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে বানানো হাঁসের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ২২শে মার্চ, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1903486283835383956
https://x.com/selina_akh/status/1903469209264279836
https://x.com/selina_akh/status/1903469951836418361
https://x.com/selina_akh/status/1903470527936663955
https://x.com/selina_akh/status/1903471043928637546
Daily task
রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি হাঁস তৈরি করেছেন আপু। রঙিন কাগজের তৈরি এরকম বিভিন্ন ধরনের প্রাণী দেখতে ভালই লাগে। রঙিন কাগজ ব্যবহার করে নিখুঁত হাতে এত সুন্দর একটি হাঁস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
রঙ্গিন কাগজ দিয়ে বেশ দারুন একটি হাঁস তৈরি করেছেন দেখতে অনেক দারুন লাগছে। কাগজের ভাঁজে ভাঁজে খুব সুন্দর ভাবে অরিগ্যামিটি তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি হাঁসের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অসাধারণ অরিগ্যামি তৈরি করেছেন! রঙিন কাগজের মাধ্যমে এত সুন্দরভাবে হাঁস তৈরি দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে ব্যাখ্যা ও ছবি সংযোজন করে বুঝিয়ে দেওয়ায় শিখতে আরও সহজ হয়েছে। আপনার সৃজনশীল কাজের জন্য ধন্যবাদ! আশা করি ভবিষ্যতেও আরও এমন চমৎকার পোস্ট দেখব।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। এই হাঁসটাকে দেখতে অনেক বেশি কিউট লাগছে। রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই অরিগ্যামি তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।