"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০|| স্ন্যাক্স আইটেমঃ ডিম পিৎজা ।

in আমার বাংলা ব্লগ9 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন। আজ ১০ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,বসন্তকাল। ২৪শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ আমি একটি রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এবং রেসিপিটি আমি তৈরি করেছি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৭০ এর জন্য।

r6.jpg

r2.jpg

r5.jpg

চৈত্র মাস চলছে কিন্তু আবহাওয়ার বৈরি ভাব। কুল কুল আবহাওয়া। ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে। এরকম আবহাওয়ায় সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই আবহাওয়ার বিরুপ ভাব না কাটানো পর্যন্ত আমাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগ প্রতিবারের ন্যায় এবারও রমজান মাসে ইফতার আইটেম নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার ইফতারের একটি স্ন্যাক্স আইটেম রেসিপি তৈরি করার প্রতিযোগিতার আয়োজন করেছে। আর আমার বাংলা ব্লগ মানেই নতুন ও ইউনিক রেসিপি। প্রতিটি প্রতিযোগিতায় থাকে নতুন কিছু। আর এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহন করতে পারলে বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার। বাঙ্গালীর ইফতার মানেই ভাজা পোড়া। এ ছাড়া যেন আমাদের ইফতার জমে না। যদিও এখন মানুষের সচেতনতার কারনেই অনেকেই ভাজা পোড়া খাবার ইফতারিতে এড়িয়ে চলার চেষ্টা করেন। ভাজা পোড়ার জায়গায় স্থান করে নিয়েছি চিড়া,দই,বিভিন্ন ধরনের ফ্রুটস স্যুপ। কারন সারা দিন রোজা রাখার পর ভাজা পোড়া জাতীয় খাবার গ্রহন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে ইফতারিতে যেনো থাকে এমন খাবার, যা একটি ফুল মিল হয়। যেই মিলে থাকবে,আমিষ,শর্করা,ফাইবার ,ফ্যাট। যা আমাদের সারাদিনের রোজা রাখার ঘাটতি পুরন করবে। সেই চিন্তা মাথায় রেখেই আমি এই রেসিপিটি বানিয়েছি। কি নাম দিবো ভাবতে মনে হলো ডিম পিৎজা দেয়া যেতে পারে। এই রেসিপিটি ইফতারির জন্য যেমন ভালো তেমনই সকালের নাস্তার জন্য যথার্থ একটি আইটেম। এই রেসিপিটিতে সকল খাদ্য উপদান রয়েছে। আর অল্প তেলে ভাজ়া বলে বেশ স্বাস্থ্যকর।সেই সাথে খেতেও বেশ মজা। আর ইফতারিতে এমন ঝাল ঝাল একটি রেসিপি আমার মনে হয় সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি ডিম পিৎজা। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r27.jpg

r25.jpg

re20.jfif

r29.jpg

আলু২টি
গাজর২টি
ডিম৩টি
টমেটো১টি
ময়দা৩টেঃ চামচ
কর্ণফ্লাওয়ার৩টেঃ চামচ
কুচি করা কাঁচা মরিচ১ টেঃ চামচ
ধনে পাতা কুচি১টেঃ চামচ
গোল মরিচ গুড়া১টেঃ চামচ
লবনস্বাদ মতো
সয়া সস১টেঃ চামচ
সয়াবিন তেলপ্রয়োজন মতো

ডিম পিৎজা তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

r26.jpg

প্রথমে আলু ও গাজর এর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি

ধাপ - ২

r24.jpg

একটি টমেটোর বিচি ফেলে জুলিয়ান করে কেটে নিয়েছি।

ধাপ - ৩

r23.jpg

এবার কুচি করা আলু ও গাজরের মধ্যে পরিমান মতো লবন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। লবন দিয়ে মেখে নেয়াতে মিশ্রণটি কমে এসেছে। সেই সাথে নরম হয়ে গেছে।

ধাপ - ৪

r22.jpg

r21.jpg

r20.jpg

এবার গোল মরিচ গুড়া, কাঁচা মরিচ কুচি,সয়া সস,ময়দা ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে আলু ও গাজরের মিশ্রণটি ভালোভাবে মেখে নিয়েছি।

ধাপ - ৫

r19.jpg

r18.jpg

সবশেষে কেটে রাখা টমেটো মিশ্রণটিতে দিয়ে আলতো হাতে মেখে নিয়েছি।

ধাপ-৬

r17.jpg

এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি।তাওয়া গরম হয়ে এলে তাতে ২ টেঃ চামচ তেল দিয়ে দিয়েছি।

ধাপ-৭

r28.jpg

r15.jpg

r16.jpg

এবার আলু ও গাজরের মিশ্রণটি থেকে কিছুটা নিয়ে ডোনাট শেপের মতো করে গরম তাওয়ায় দিয়ে দিয়েছি। একইভাবে তিনটি দিয়ে দিয়েছি। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার জ্বাল মিডিয়াম থাকবে।

ধাপ-৮

r14.jpg

r13.jpg

r12.jpg

মিশ্রনটি সিদ্ধ হয়ে এলে প্রতিটি ফাঁকা অংশে একটি করে ডিম দিয়ে দিয়েছি। ডিমের উপর পরিমাণ মতো লবন,গোল মরিচ গুড়া ও ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।

ধাপ-৯

r11.jpg

r10.jpg

ডিম সিদ্ধ হয়ে এলে উল্টিয়ে দিয়েছি। একইভাবে সবগুলো উলতিয়ে দিয়েছি। উভয় পিঠ যখন ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলে ইফতারের জন্য মজাদার ডিম পিৎজা রেসিপিটি।

পরিবেশন

r7.jpg

r8.jpg

এবার একটি প্লেটে সাজিয়ে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

আশাকরি, আজকের ইফতারের স্নাক্স আইটেম ডিম পিৎজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৭০ এ যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪শে মার্চ, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

Daily task

dt cmc.png

 9 days ago 

xp 24 m1.png

xp24m2.png

xp24m3.png

xp24m4.png

xp24m5.png

xp24m6.png

xp24m7.png

 9 days ago 

xp24m8.png

xp24m9.png

 7 days ago 

ডিম পিৎজা এটা বেশ ইন্টারেস্টিং লাগল শুনে। ডিম পিজ্জা টা দারুণ তৈরি করেছেন আপু। ইউনিক একটা রেসিপি বলতেই হয়। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন রেসিপি টা। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 7 days ago 

অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

ডিম পিজা কথাটা বেশ আকর্ষণীয়। তবে আপনার রেসিপি দেখতে অনেকটাই পাখির বাসার মত হয়ে গেছে। খেতে তো ভালোই হবে বোঝা যাচ্ছে তবে দেখতে অসাধারণ হয়েছে। আপনি খুবই গুনি আপু, আপনার প্রত্যেকটা কাজের মধ্যেই একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আর সেটাই খুব ভালো লাগে। আপনার এই রেসিপিটা আমি শিখে নিলাম আমার মেয়ে কেউ করে খাওয়াবো। ভাবছি তো আজকেই বানাবো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

 7 days ago 

খেতে বেশ মজা আপু। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।