"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০|| স্ন্যাক্স আইটেমঃ ডিম পিৎজা ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন। আজ ১০ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,বসন্তকাল। ২৪শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ আমি একটি রেসিপি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এবং রেসিপিটি আমি তৈরি করেছি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৭০ এর জন্য।
চৈত্র মাস চলছে কিন্তু আবহাওয়ার বৈরি ভাব। কুল কুল আবহাওয়া। ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে। এরকম আবহাওয়ায় সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই আবহাওয়ার বিরুপ ভাব না কাটানো পর্যন্ত আমাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগ প্রতিবারের ন্যায় এবারও রমজান মাসে ইফতার আইটেম নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার ইফতারের একটি স্ন্যাক্স আইটেম রেসিপি তৈরি করার প্রতিযোগিতার আয়োজন করেছে। আর আমার বাংলা ব্লগ মানেই নতুন ও ইউনিক রেসিপি। প্রতিটি প্রতিযোগিতায় থাকে নতুন কিছু। আর এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহন করতে পারলে বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার। বাঙ্গালীর ইফতার মানেই ভাজা পোড়া। এ ছাড়া যেন আমাদের ইফতার জমে না। যদিও এখন মানুষের সচেতনতার কারনেই অনেকেই ভাজা পোড়া খাবার ইফতারিতে এড়িয়ে চলার চেষ্টা করেন। ভাজা পোড়ার জায়গায় স্থান করে নিয়েছি চিড়া,দই,বিভিন্ন ধরনের ফ্রুটস স্যুপ। কারন সারা দিন রোজা রাখার পর ভাজা পোড়া জাতীয় খাবার গ্রহন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে ইফতারিতে যেনো থাকে এমন খাবার, যা একটি ফুল মিল হয়। যেই মিলে থাকবে,আমিষ,শর্করা,ফাইবার ,ফ্যাট। যা আমাদের সারাদিনের রোজা রাখার ঘাটতি পুরন করবে। সেই চিন্তা মাথায় রেখেই আমি এই রেসিপিটি বানিয়েছি। কি নাম দিবো ভাবতে মনে হলো ডিম পিৎজা দেয়া যেতে পারে। এই রেসিপিটি ইফতারির জন্য যেমন ভালো তেমনই সকালের নাস্তার জন্য যথার্থ একটি আইটেম। এই রেসিপিটিতে সকল খাদ্য উপদান রয়েছে। আর অল্প তেলে ভাজ়া বলে বেশ স্বাস্থ্যকর।সেই সাথে খেতেও বেশ মজা। আর ইফতারিতে এমন ঝাল ঝাল একটি রেসিপি আমার মনে হয় সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি ডিম পিৎজা। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
আলু | ২টি |
---|---|
গাজর | ২টি |
ডিম | ৩টি |
টমেটো | ১টি |
ময়দা | ৩টেঃ চামচ |
কর্ণফ্লাওয়ার | ৩টেঃ চামচ |
কুচি করা কাঁচা মরিচ | ১ টেঃ চামচ |
ধনে পাতা কুচি | ১টেঃ চামচ |
গোল মরিচ গুড়া | ১টেঃ চামচ |
লবন | স্বাদ মতো |
সয়া সস | ১টেঃ চামচ |
সয়াবিন তেল | প্রয়োজন মতো |
ডিম পিৎজা তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে আলু ও গাজর এর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি
ধাপ - ২
একটি টমেটোর বিচি ফেলে জুলিয়ান করে কেটে নিয়েছি।
ধাপ - ৩
এবার কুচি করা আলু ও গাজরের মধ্যে পরিমান মতো লবন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। লবন দিয়ে মেখে নেয়াতে মিশ্রণটি কমে এসেছে। সেই সাথে নরম হয়ে গেছে।
ধাপ - ৪
এবার গোল মরিচ গুড়া, কাঁচা মরিচ কুচি,সয়া সস,ময়দা ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে আলু ও গাজরের মিশ্রণটি ভালোভাবে মেখে নিয়েছি।
ধাপ - ৫
সবশেষে কেটে রাখা টমেটো মিশ্রণটিতে দিয়ে আলতো হাতে মেখে নিয়েছি।
ধাপ-৬
এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি।তাওয়া গরম হয়ে এলে তাতে ২ টেঃ চামচ তেল দিয়ে দিয়েছি।
ধাপ-৭
এবার আলু ও গাজরের মিশ্রণটি থেকে কিছুটা নিয়ে ডোনাট শেপের মতো করে গরম তাওয়ায় দিয়ে দিয়েছি। একইভাবে তিনটি দিয়ে দিয়েছি। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার জ্বাল মিডিয়াম থাকবে।
ধাপ-৮
মিশ্রনটি সিদ্ধ হয়ে এলে প্রতিটি ফাঁকা অংশে একটি করে ডিম দিয়ে দিয়েছি। ডিমের উপর পরিমাণ মতো লবন,গোল মরিচ গুড়া ও ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
ধাপ-৯
ডিম সিদ্ধ হয়ে এলে উল্টিয়ে দিয়েছি। একইভাবে সবগুলো উলতিয়ে দিয়েছি। উভয় পিঠ যখন ব্রাউন হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলে ইফতারের জন্য মজাদার ডিম পিৎজা রেসিপিটি।
পরিবেশন
এবার একটি প্লেটে সাজিয়ে তুলে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকের ইফতারের স্নাক্স আইটেম ডিম পিৎজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৭০ এ যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেণি | রেসিপি |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৪শে মার্চ, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1904225382708154846
Daily task
link
https://x.com/selina_akh/status/1903854827668742198
https://x.com/selina_akh/status/1904180905381675396
https://x.com/selina_akh/status/1904182262326833445
https://x.com/selina_akh/status/1904183845651697676
https://x.com/selina_akh/status/1904185189821247990
https://x.com/selina_akh/status/1904186333175882132
https://x.com/selina_akh/status/1904187167322333634
https://x.com/selina_akh/status/1904188388074541510
https://x.com/selina_akh/status/1904189167397175422
ডিম পিৎজা এটা বেশ ইন্টারেস্টিং লাগল শুনে। ডিম পিজ্জা টা দারুণ তৈরি করেছেন আপু। ইউনিক একটা রেসিপি বলতেই হয়। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন রেসিপি টা। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক ধন্যবাদ আপু।
ডিম পিজা কথাটা বেশ আকর্ষণীয়। তবে আপনার রেসিপি দেখতে অনেকটাই পাখির বাসার মত হয়ে গেছে। খেতে তো ভালোই হবে বোঝা যাচ্ছে তবে দেখতে অসাধারণ হয়েছে। আপনি খুবই গুনি আপু, আপনার প্রত্যেকটা কাজের মধ্যেই একটা ক্রিয়েটিভিটি রয়েছে। আর সেটাই খুব ভালো লাগে। আপনার এই রেসিপিটা আমি শিখে নিলাম আমার মেয়ে কেউ করে খাওয়াবো। ভাবছি তো আজকেই বানাবো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
খেতে বেশ মজা আপু। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।