You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৭

in আমার বাংলা ব্লগ11 days ago

আকাশের শতো তারার মাঝে তুমি একজনা
নির্জন নিরালায় চাঁদের আলো
নিঃশব্দ ভাবনায় নতুন স্বপ্নের আলো,
তুমি পাশে আছো তাই স্বপ্ন দেখি ,
হৃদয়ে তোমায় ভাবনায় থাকি,
স্বপ্ন আসে স্বপ্ন যায়
ভালোবাসা থেকে যায়।