You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৭

in আমার বাংলা ব্লগ5 days ago

তুমি নাই কিছু নাই
তুমি আছো সবই আছে
হৃদয়ের অনুভূতি চঞ্চলতা,
ভাষা খুঁজে কবিতায়,
রংধনুর সব রং
আকাশের ঐ তারা
সবই লাগে ভালো,
যখন তুমি হৃদয়ের স্বপ্ন
আবেগ অনুভূতিগুলো বোঝো
তাইতো স্বপ্ন ও প্রেম জাগে মনে,
ভালোবাসা সবার হৃদয়ে।