You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৫
তুমি আছো অনুরাগে
তুমি আছো বিরহ বেদনায়,
কখনো হৃদয়ের চঞ্চলতায়
কখনো নিঃসঙ্গ নীরবতায়,
তুমি আছো বলেই মান অভিমান
তোমাকে ছাড়া হায়না আবেগ
হয় না ভালোবাসার গল্প ,
তুমি আছো বলেই তো
হৃদয়ের যত স্বপ্ন।
একেবারে মন জুড়িয়ে গেলো আপনার লেখা অনু কবিতা টি পড়ে।