জেনারেল রাইটিং পোস্ট ||| জীবন মানে যুদ্ধ ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে কিছুটা সুস্থতা ফিল করছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি ভালোবাসার কমিউনিটি। যখন ব্লগ লিখছিলাম তখন অটোমেটিক কেন জানি সুস্থতা ফিল করছিলাম। আর এটিই মনে হয় ভালোবাসা।সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে থেকে কাজ করে যেমন আগ্রহ বেড়ে গেছে তেমনি রুটিন হয়ে গেছে। যত অসুস্থ বা যেকোনো সমস্যা থাক না কেন মনে হয় ব্লগে পোস্ট না করতে পারলে সেই দিনটি অপূর্ণ থেকে যায়।তাই কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে সব সময় চেষ্টা করি ব্লগ সুন্দর করে লেখার জন্য। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "জীবন মানে যুদ্ধ"।
তিন অক্ষরের লেখা জীবন। এই জীবনের জন্য মানুষ কত কিছু করছে। জীবনে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের যেন আশা আকাঙ্ক্ষার শেষ নেই। প্রত্যেকটি মানুষের জীবন আছে।আর এ জীবনটাকে সুন্দর গোছানো পরিপাটি করতে কেউ হয়তোবা তার নিজ থেকে চেষ্টা করে ভালো থাকার জন্য কিন্তু তারপরও সৃষ্টিকর্তা অনেককে গাছ তলায় রেখেছে আবার অনেক মানুষকে হয়তোবা সেই উঁচু দালানের মালিক করেছে।
কিন্তু এই সুন্দর পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে বেঁচে থাকার জন্য কিছু নিয়ম-কানুন দিয়েছেন । সৃষ্টিকর্তা আমাদের মাথায় ব্রেন দিয়েছে সেটাকে খাটানোর জন্য।পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম না করলে এই পৃথিবীতে কেউ বড় হতে পারে না। নিজের বুদ্ধির শ্রম ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা যদি সততার সাথে সেই কাজটি বাস্তবায়ন করি তবে অবশ্যই সেই কাজে সফলতা আসবেই। জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করেই আমাদের চলতে হয়।
কেউ হয়তো যুদ্ধ করছে ওই তিন চাকার রিকশা চালিয়ে আবার অনেকেই যুদ্ধ করছে ফুটপাতে সেই টোকাই ছেলেটি প্লাস্টিকের জিনিস বিক্রি করে। আবার অনেকেই কোটি কোটি টাকায় শুয়ে তার চিন্তা ভাবনা থাকে কিভাবে তার বিজনেস টিকে আরো বড় করা যায়। আসলে এই পৃথিবীতে যার বেশি আছে তার আরো চাই। কিন্তু ছোট্ট জীবনে যার সেরকম কিছুই নেই তার চাওয়া পাওয়া আশা-আকাঙ্ক্ষা সেরকম নেই।তবে যে যেমন যে অবস্থায় থাকি না কেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যুদ্ধ করেই জীবনকে টিকে রাখার জন্য।
আমরাও চেষ্টা করছি যুদ্ধ করে আমাদের কাজকে এই প্রতিযোগিতা মুখর পরিবেশে টিকে থাকার জন্য। যেকোনো কাজ এক লাফে গাছে ওঠা ঠিক না আস্তে ধীরে এগিয়ে সামনের দিকে চললে জীবনের সফলতা সম্ভব।তবে এমনি এমনি জীবনে কখনো সফলতা আসে না। অনেক চড়াই উতরায় পেরিয়ে যুদ্ধ করে জীবনকে টিকে রাখতে হয়। ছুটতে হয় টাকার পেছনে দিতে হয় সময়ের মূল্য। আর এই জগতে টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দিতে চায় না সেটা আপন পর যে কেউই হোক।
আজ টাকা আছে তো আমার মূল্য আছে, টাকা নেই মূল্য নেই। এটা শুধু আমার ক্ষেত্রে নয় এই সমাজে প্রতিটি মানুষের ক্ষেত্রেই। তাইতো জীবনের জন্য আমাদের যুদ্ধ করে সংগ্রাম করে টাকা উপার্জন করতে হয় একটু ভালো থাকার জন্য।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন, আসলে জীবনের চলার পথ সহজতর নয়।তাই এই পথে বাধা থাকে ,সেই বাঁধাগুলি যুদ্ধ করেই এগিয়ে নিয়ে যেতে হয়।ভালো লাগলো পড়ে,ধন্যবাদ আপনাকে।
ব্লগটি আপনার ভালো লেগেছে। জেনে অনেক খুশি হলাম দিদি।
জীবন মানে যুদ্ধ এটা ঠিক বলেছেন। আসলে আমাদের বেঁচে থাকতে হলে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। আর এটা অবশ্যই সত্যি বলেছেন টাকা ছাড়া জীবন অচল। আর যার যত টাকা আছে তার ততো মূল্য আছে। অনেক ভালো লিখেছেন।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
https://x.com/mst_akter31610/status/1901913145020764392?t=u5Is4yWYe9_bMeWuh6yYfw&s=19
চমৎকার একটি টপিক নিয়ে আজকের পোস্ট সাজিয়েছেন আপু। আসলেই জীবন মানে যুদ্ধ। জীবনে বেঁচে থাকতে হলে প্রতিটি পদক্ষেপে আমাদের যুদ্ধ করে বাঁচতে হয়। চলার পথে হাজারো বাঁধা আমাদেরকে যুদ্ধ করেই পেরোতে হয়। চমৎকার একটি পোস্ট করে ভালো লাগলো আপু।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু সবাই চেষ্টা করে জীবনে অনেক পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে। তবে এই পরিশ্রম কখনোই শেষ হয় না। তাই আমাদের জীবনের সাথে সব সময় এটা না হয় সেটা চলতেই থাকে। তবে এক একজন এক এক রকম ভাবে পরিশ্রম করে। আর এইসব কিছুই মানুষ করে টাকার জন্য। এখন বর্তমান সময়টা এমন হয়ে গেছে টাকা থাকলে এসব কিছুই সম্ভব। সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার সাথে আমিও একমত জীবন মানেই হচ্ছে যুদ্ধ। আসলে হুট করে রাতারাতি কেউ বড়লোক হতে পারেনি।জীবনকে যুদ্ধে নামিয়ে কঠোর পরিশ্রম করে তারা সফলতা অর্জন করেছে।যাইহোক আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পুরো পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
জীবন মানে আসলেই যুদ্ধ। প্রায় প্রতিটি মানুষকে জীবনে যুদ্ধ করেই বাঁচতে হয়। একের পর এক বিপদের সম্মুখীন হতে হয়। তাছাড়া বর্তমানে তো সব জায়গাতেই প্রতিযোগিতা। তবুও শত কষ্ট হলেও আমাদের উচিত কঠোর পরিশ্রম করা। এতে করে আমরা জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।