DIY ||| এসো নিজে করি |||রঙিন কাগজের সুন্দর নকশা ।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


IMG_20240826_220550_599.jpg

আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রঙ্গিন কাগজের নকশা নিয়ে। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।আগের যুগের মানুষগুলো যেমন ছিল সহজ-সরল এবং তাদের মন মানসিকতা ছিল অনেক ভালো। তাদের মনের ভেতরে ছিল ভালবাসায় ভরপুর।

একজন আরেকজনকে বোঝার ক্ষমতা ছিল তাদের। তাইতো কারো কোন অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সারাদিন কাজ করতো আর রঙ্গিন কাগজ কেটে ডিজাইন করে ঘর সাজাতো। বিয়ে বাড়ির কনের ঘর খুব সুন্দর করে সাজাতো। সেই সময় কাগজের ডিজাইন কেটে তারা তাদের ঘরকে সুন্দর ও আকর্ষণীয় দেখানোর জন্য মনের মত করে ঘর সাজাতো।সেই সময়টা এটাই ছিল আধুনিকতার ডিজাইন ও ঐতিহ্য।

সময় ও যুগের ব্যবধানে সবকিছুতেই পরিবর্তন এসেছে। সময়ের ব্যবধানে এখন আর কাগজ কেটে বিয়ে বাড়িতে এমন ডিজাইন করে না।তবে জন্মদিনে কিন্তু বিভিন্ন নকশা এঁকে ডিজাইন করে রুমে লাগানো হয়। নকশার ভেতরে ও আধুনিকতার ছোঁয়া এসেছে। যার কারনে নকশাগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর ঘরে সাজালে ঘরটা অনেক সুন্দর লাগে। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে রঙিন কাগজে সুন্দর একটি নকশা । চলুনা আর কথা না বাড়িয়ে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর নকশাটি কিভাবে করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহ

১।রঙিন কাগজ।
২।পেন্সিল।
৩।কাঁচি।

IMG_20240927_205130_622.jpgIMG_20240927_205108_316.jpg

IMG_20240826_210024_427.jpg

↪️প্রস্তুত প্রণালী ↩️

💠প্রথম ধাপ💠

IMG_20240826_215548_160.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি। সেই রঙিন কাগজের এক কিনারে ভাঁজ করে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

IMG_20240826_215603_915.jpg

ভাজ করে নেওয়া রঙিন কাগজটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

IMG_20240826_215741_921.jpgIMG_20240826_215705_646.jpg

এবার চার সাইডের সমান রঙিন কাগজটি ভাস করে নিয়ে সেই ভাঁজগুলো কাগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ।

💠চতুর্থ ধাপ💠

IMG_20240826_215951_596.jpgIMG_20240826_215920_961.jpg

এবার সেই কাগজটি আবারও ভাঁজ করে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

IMG_20240826_220049_028.jpg

একটি পেন্সিল দিয়ে কাগজের লাস্টের দিকে হার্ড চিহ্ন এঁকে নিয়েছি ।

💠ষষ্ঠ ধাপ💠

IMG_20240826_220404_875.jpg

এরপর উপরে ডাল দিয়ে আবারো হার্ড চিহ্ন একে নিয়েছি

💠সপ্তম ধাপ💠

IMG_20240826_220420_854.jpg

এবার একটি কাচির মাধ্যমে খুব সাবধানে প্রথম হার্ট চিহ্নটি কেটে নিয়েছি।

💠অষ্টম ধাপ💠

IMG_20240826_220554_157.jpg

ঠিক একই ভাবে আরো দুটো ডিজাইন কেটে নিয়েছি।
আর এভাবেই হয়ে গেল আমার রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Messenger_creation_EE86FE88-3F37-4CFD-B3A5-438DB6882677.png

Sort:  
 yesterday 

রঙিন কাগজের অনেক সুন্দর নকশা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। কিভাবে কাগজ গুলোকে পর্যায়ক্রমে কেটে এমন সুন্দর নকশা তৈরি করা যায় সেটা ধাপে ধাপে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

রঙিন কাগজের সুন্দর নকশা বাহ্ দারুন হয়েছে দেখতে। নীল রঙের কাগজ এর কারণে চমৎকার ফুটে উঠেছে। এধরনের কাজ গুলো করার সময় খুব সাবধানে করতে হয়। আপনার হাতের নিখুঁত কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ আমাদের মাঝে খুব চমৎকার একটি নকশা বানিয়ে শেয়ার করেছেন আপু।খুবই সুন্দর হয়েছে আপনার বানানো নকশা টা।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি রঙিন কাগজ কেটে খুবই সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। এটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 days ago 

রঙিন কাগজের সুন্দর নকশা অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। নকশাটিয়ে ধাপ গুলো দেখে শিখে নিলাম।

 2 days ago 

কাগজের নকশা ডিজাইনটি আমার কাছে দারুন লেগেছে।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধাপ গুলো দেখে খুব সহজেই শিখে নিলাম।

 2 days ago 

রঙিন কাগজের নকশা খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের নকশাগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর আপনি খুবই দক্ষতার সাথে নকশাগুলো করেছেন। দেখতেও চমৎকার লাগছে আপু। অনেক ভালো লেগেছে।

 23 hours ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের সুন্দর নকশা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এইসব নকশা তৈরি করতে হলে কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয় এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 20 hours ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার নকশা তৈরি করেছেন। আপনার এই নকশা তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দর হয়েছে নকশা তৈরি করা। এত সুন্দর ভাবে নকশা তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 14 hours ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করছেন আপু। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন তৈরি করি।আপনার ডিজাইন টি দারুণ হয়েছে আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।