অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে সকলকে জানাই রমজান মোবারক। আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

natural-2643896_1280.jpg
source

বারাবারের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমার স্বরচিত "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে। কবিতা লিখতে সব সময় ভালো লাগে। কবিতা হৃদয়ের আবেগ অনুভূতির ফসল।বাস্তবতা নিয়ে লিখতে বেশি ভালো লাগে, তবে আবেগ নিয়ে স্বপ্নে মাঝে মধ্যে ডুবে থাকতে ভালো লাগে। স্বপ্ন তো স্বপ্নই যা চোখ মেললেই হারিয়ে যায়। আর বাস্তবতাকে মানিয়ে নেওয়ায় জীবন। চেষ্টা করে যাচ্ছি আমার কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।জানিনা আমার কবিতাগুলো আপনাদের হৃদয়ে স্থান পায় কিনা। তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে কবিতা লিখার আগ্রহ আরো বেড়ে যায়। তাইতো সবসময় চেষ্টা থাকে শত ব্যস্ততার মাঝেও কবিতা লেখার। অনু কবিতাগুলো ছোট হলেও বিভিন্ন টপিকে লিখতে যেমন ভালো লাগে, তেমনি কবিতা পড়তেও ভালো লাগে।যদিও আমি কবি নই। তারপরও চেষ্টা থাকে আমার কবিতা লেখার। চলুন আর কথা না বাড়িয়ে আমার "এক গুচ্ছ অনু কবিতা" দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনু কবিতা

সায়মা আক্তার

অনু কবিতা-০১

পৃথিবীটা বড়ই অদ্ভুত
কখনো আলো কখনো আঁধার,
এভাবেই কেটে যায় সবার জীবন,
মায়া আছে মমতা আছে
তবুও কেন জানি
কেউ কারো নয় আপন।

অনু কবিতা-০২

তুমি ছিলে আমার
নয়নে স্বপ্নের প্রেরণা,
আজ কেন দূরে গিয়ে
দিলে যাতনা,
তোমাকে পেয়ে আমি
পেয়েছিলাম সবকিছু
জীবনে এসেছিল
এক টুকরো আলো হয়ে,
আজ স্বপ্নগুলো কেন মিথ্যে হলো।

অনু কবিতা-০৩

জীবনটা নয় একদিনের
যতই ভাবি যত কিছুই করি,
সময় চলছে তার গতিতে,
কখনো হাসি কান্নার মাঝে
যদি পেতাম সেই শৈশব,
তবে ফিরে যেতাম
সেই আনন্দ মুখর সময়ে।

অনু কবিতা-০৪

আমার চাওয়া পাওয়ার মাঝে
যদি থাকে কোন ভুল
সে ভুলের জন্য,
স্বপ্ন আশার নেই অনুভূতি
আবেগ চঞ্চলতা প্রফুল্লতার,
নেই কোন ভাষা
নীরবতায় নিঃশেষ এ হৃদয় খানা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 6 days ago 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে অনু কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। এ জাতীয় কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর লিখেছেন আপনি।

 6 days ago 

এটা ঠিক বলেছেন আপু, স্বপ্ন চোখ মেললেই হারিয়ে যায়। আর বাস্তবতাকে মানিয়ে নিয়ে জীবনে চলতে হয়। বেশ ভালো লাগলো আপনার অনু কবিতা গুলো পড়ে। বরাবরের মতোই চমৎকার লিখেছেন আপনি। বিশেষ করে এক এবং তিন নম্বর অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 6 days ago 

অসাধারণ অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতা আমার কাছে দারুন লেগেছে। এত সুন্দর সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো।

 6 days ago 

আজকে আপনি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতা হচ্ছে মনের খোরাক এবং মনের তৃপ্তি। আর সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখলে পড়তে ভালো লাগে। যাইহোক চমৎকার কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

এত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে আপনি আপনার সবগুলো অনু কবিতা লিখেছেন। এরকম অনুভূতিগুলো নিয়ে কবিতা লেখা হলে বেশি ভালো লাগে পড়তে। আমার কাছে আপনার এক এবং তিন নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে পড়তে।

 3 hours ago 

আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ সবসময় আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকেও আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালোই লাগছে৷ এখানে আপনি একের পর এক খুব সুন্দর কিছু অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে আপনি ছন্দে ছন্দে সবকিছু খুব সুন্দর ভাবে মিল রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷