ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_CE7C99CB-22EA-40D3-BFE6-CA8867F8FC76.jpeg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।

Messenger_creation_EB2824E5-09EC-4233-820C-4A5E68FC8DCD.jpeg

ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে। যদিও এই নেশাটা ছিল না। এটা সম্পূর্ণ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর থেকে শুরু হয়ে গেছে।যদিও আগে ফটোগ্রাফি করার মত ইচ্ছা বা আগ্রহ ছিল না। যখন ফটোগ্রাফি নতুন করা শুরু করে দেই তখন লোকজন যখন তাকিয়ে থাকতো একটু লজ্জা বোধ করতাম কিন্তু এখন সেই লজ্জা ও সংকোচবোধটি নেই। এখন মনে হয় নতুন অ্যাঙ্গেলে কিভাবে ফটোগ্রাফি করলে সেই ছবিটি বেশি খুব সুন্দর লাগবে। তাইতো যেখানেই যাই যে অবস্থায় থাকি না কেন চেষ্টা করি সব সময় নতুন কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Messenger_creation_1492D5C2-1E1B-4137-9274-2F4F9F59658F.jpeg

প্রকৃতির সবকিছুই আমাদেরকে মুগ্ধ করে প্রকৃতির সৌন্দর্যে আমরা আকৃষ্ট হই। কিন্তু আমরা না বুঝে আমাদের সামান্য প্রয়োজনে কেটে ফেলছি গাছ।যে গাছ আমাদের আলো দেয় ছায়া দেয় এবং বিভিন্ন রকমের প্রয়োজন মিটিয়ে থাকে। আমাদের বিপদ-আপদে সাহায্য করে নিঃস্বার্থভাবে। অথচ আমরা সেই গাছটি না জেনে না বুঝে কেটে ফেলছি আমাদের প্রয়োজনে। আজ আমরা বুক ভরে নিশ্বাস নিতে পারছি। এই সবুজ সতেজতার গাছটির জন্য।তাইতো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব প্রচুর গাছ লাগাতে। আমি নিজেও গাছ লাগাতে অনেক ভালোবাসি।

IMG_20250128_130938.jpg

প্রকৃতির সৌন্দর্যে কেন জানি সবসময়ই মন কাড়ে।তাইতো যখনই মন খারাপ থাকে চেষ্টা করি সবুজ প্রকৃতির মাঝে চলে যাওয়ার জন্য। আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে নেই কারও কোন মানা। যদিও আমি সেরকম ফটোগ্রাফার নই তারপরে চেষ্টা থাকে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।ফুল ফল যে ফটোগ্রাফি করি না কেন ফটোগ্রাফি করতে আমি মনে করি সেরকম দামি কোন ফোনের প্রয়োজন হয় না।

Messenger_creation_38958A01-30F7-4788-97A4-DFAAB160453A.jpeg

আমি যে ছবিটি ফটোগ্রাফি করব সেটা কোন অ্যাঙ্গেলে করব এবং কিভাবে করব এটা যদি মাথায় ঠিকভাবে নিতে পারি তাহলে আমার মনে হয় যে কোন ফটোগ্রাফি অনেক সুন্দর হবে।

Messenger_creation_2CB62CD4-398C-407C-B4F4-728AE2FAA188.jpeg

আজকের মত বিদায় নিচ্ছি আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNfpBCoUK6ETfatwuEEXF1GMTEppWBzP7MEcgA3kAsPm7kmUxBTGy74x4W4wDB7DkZ1ZyJJo9nv.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 3 days ago 

আসলেই ফটোগ্রাফি করাটা আমাদের এক ধরনের নেশায় পরিণত হয়েছে। যাইহোক সরিষা ক্ষেত এবং নৌকার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

এটা সত্যি বলেছেন আপু প্রকৃতির সবকিছুই আমাদেরকে মুগ্ধ করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সরিষা ক্ষেতের ফটোগ্রাফি এবং নদীতে নৌকার ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 days ago 

গ্রামীন পরিবেশের বেশ কিছু দৃশ্য উপভোগ করলাম।সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু,বিশেষ করে নৌকার দৃশ্যগুলি মন ছুঁয়ে গেল।ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো দিদি।

 3 days ago 

কমিউনিটিতে ঘোষণার মাধ্যমে সবাইকে উৎসাহিত করা হচ্ছে Gate.io এর টাস্ক কমপ্লিট করে ৫-১৫ ডলার জিতে নেয়ার সুযোগ নিতে পারেন। ডিসকর্ডের ঘোষণায় পুরো বিষয়টির গাইডলাইন রয়েছে। ধন্যবাদ

 3 days ago 

অবশ্যই ভাই চেষ্টা করছি কয়েকবার হচ্ছে না আবার ট্রাই করছি।

 3 days ago 

দারুন তো। আপু তো দেখছি দারুন দারুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে গ্রাম আর প্রকৃতির এমন দৃশগুলো কিন্তু দারুন লাগে। এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

Screenshot_2025-02-17-23-49-36-569_com.peak.jpg

Screenshot_2025-02-17-23-44-45-457_com.android.chrome.jpgScreenshot_2025-02-17-23-42-49-883_com.coinmarketcap.android.jpg
 3 days ago 

আজকে আপনার ফটোগ্রাফি পোস্টে গ্রাম বাংলার মনোরম কিছু দৃশ্য তুলে ধরেছেন।গ্রামের এই দৃশ্য গুলো দেখে মনটা একদম ভরে গেল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 days ago 

আমার বাংলা ব্লগে এখন অনেক অনেক ফটোগ্রাফার রয়েছে যারা প্রতিনিয়তই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে থাকে। ফটোগ্রাফি করাটা এখন প্রত্যেকেরই একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে। আপনিও আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন। প্রথম যে ছবিটা শেয়ার করেছেন সেটা, আর শাপলা ফুলের ছবি, দুইটা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

আপনার ফটোগ্রাফিগুলো আমি সব সময় দেখার চেষ্টা করি৷ আজকেও আপনি এত অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা একেবারে অতুলনীয়৷ এখানে যেভাবে আপনি একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে যেভাবে আপনি এই সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার মধ্যে সরিষা ক্ষেতের যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

 9 hours ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।