আর্ট পোস্ট ||| পেন্সিলের খোচায় কলসের স্কেচ ||| original art by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।ভালো থাকতে চাচ্ছি কিন্তু সব সময় ভালো থাকতে পারছি না। বর্তমান সময়টা এতটা খারাপ যে কেউ ভালো থাকতে পারছি না।প্রত্যেকের ঘরে ঘরে অসুস্থতা বয়ে যাচ্ছে। আর পরিবারে কেউ অসুস্থ থাকলে মনটাও খারাপ থাকে। তাইতো আমাদেরকে সব দিক বিবেচনা করে এবং সচেতনতার সাথে চলতে হবে নিজেকে সুস্থ রাখতে।
আমি আজ আপনাদের মাঝে বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে।সবসময় একই রকম খাবার খেতে যেমন ভালো লাগে না।একই রকম পোশাক বা একই ডিজাইনের পোশাক পড়তে ভালো লাগে না। পোশাকের ক্ষেত্রে যেমন কালার ডিজাইন চেঞ্জ করে পড়লে মনের ভেতর একটি অন্যরকম ফিল আসে।তেমনি আমার বাংলা ব্লগের পোস্ট এর ক্ষেত্রেও একটু ভিন্নতার দরকার। তাই ভিন্নতা আনার জন্য আমি চেষ্টা করেছি আজ আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হতে। যদিও আর্টের ব্যাপারে আমি তেমন অভিজ্ঞ নই তারপরও ইচ্ছা শক্তি ও আগ্রহ থেকে আমার যতটুকু শিখা সেটাই আপনাদের মাঝে আজ উপস্থাপন করব। পেন্সিলের আর্ট গুলো আমার বরাবরই ভালো লাগে। তাইতো চেষ্টা করেছি "পেন্সিলের খোচায় কলসের স্কেচ" । চলুন আর কথা না বাড়িয়ে আর্ট কিভাবে করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।পেন্সিল।
২।কম্পাস।
৩।রাবার।
৪।স্কেল ।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
প্রথমে কম্পাসের সাহায্যে একটি গোল বৃত্ত এঁকে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার স্কেলের সাহায্যে লম্বা করে এঁকে নিয়েছি এবং অপজিট অংশ এঁকে নিয়েছি।
এবার বৃত্তের উপরের অংশে ছোট্ট একটি দাগ এঁকে নিয়েছি।
এবার কলসির মুখ এঁকে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার গোল বৃত্তের সাথে কলসির মুখের এক সাইডের অংশ যুক্ত করে নিয়েছি। একইভাবে তার পাশের অংশটিও যুক্ত করে এঁকে নিয়েছি।
ভিতরে পেন্সিলের দাগ গুলো মিশিয়ে দিয়েছি ।
এবার কলসির গলায় ও নিচের দিকে দাগ দিয়ে নিয়েছি।
এবার কলসের গলায় ও নিচের দিকে পাতার সেভ করে পেন্সিল দিয়ে কালো রং এঁকে নিয়েছি।
এবার কলস রাখার একটি পাত্র এঁকে নিয়েছি।
সেই কলস রাখার পাত্রটি পেন্সিলের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।
এবার পেন্সিলের সাহায্যে কলসের এক সাইডে এঁকে নিয়েছি।
সম্পূর্ণ কলস ও কলস রাখার পাত্রটি পেন্সিলের সাহায্যে স্কেচ করে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "পেন্সিলের খোচায় কলসের স্কেচ"। এবার এই "পেন্সিলের খোচায় কলসের স্কেচ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
পেন্সিল দিয়ে খুব সুন্দর কলসের স্কেচ তৈরি করেছেন। এরকম স্কেচ গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ছোট কাকু একজন আর্টিস্ট। পেন্সিল বা পেন এর সাহায্যে এরকম বিভিন্ন ধরনের স্কেচ অংকন করে অনেক ধরনের দৃশ্য অঙ্কন করে। আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো নিজের রুমে নিয়ে এসে সেগুলো দেওয়ালে টাঙিয়ে রাখতাম। আপনার শেয়ার করা কলসির স্কেচ আমার কাছে খুব ভালো লেগেছে আপু। সুন্দর একটি কলসির স্কেচ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
https://x.com/mst_akter31610/status/1892074178125201806?t=N5PnH8t231fcvwsqc9pLXQ&s=19
পেন্সিলের খোঁচা যদি পারফেক্ট হয় আর্ট তো পারফেক্ট হবেই।হাহাহাহ। যাই হোক খুব সুন্দর আর্ট করেছেন পেন্সিলের খোঁচা দিয়ে। কলস টি দেখতে খুব সুন্দর লাগছে। আর ধাপে ধাপে তুলে ধরাতে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
শুধুমাত্র পেন্সিল দিয়ে দারুন সুন্দর একটি কলসের আর্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন। ছবিটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। এভাবে শুধুমাত্র পেন্সিল দিয়ে এটি এঁকেছেন তাতে আপনার আঁকার দক্ষতা বেশ স্পষ্ট হয়ে গেছে। খুব সুন্দর করে সযত্নে ছবিটি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
দাদা আপনার উৎসাহমূলক মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
পেন্সিলের আর্ট গুলো বরাবরে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে কলসের স্কেচ আর্ট করেছেন। তবে আপনার কলসের স্কেচ আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। আর ধৈর্য ধরে এধরনের আর্ট গুলো করলে দেখতেও বেশ ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিল দিয়ে এত সুন্দর করে কলসের স্কেচ আর্ট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
পেন্সিল স্কেচ গুলো আমার খুবই ভালো লাগে। তবে অনেকদিন হলো এই আর্ট গুলো করা হয় না। আপনি খুব সুন্দর একটা কলসের পেন্সিল স্কেচ করেছেন। পুরোটা খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে ভিন্ন ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে আমারও খুব ভালো লাগে। যাইহোক আপনি চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। কলসের স্কেচ দেখে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার আটটি আপনার কাছে ভালো লেগেছে। শুনে অনেক বেশি উৎসাহিত হলাম।
সব সময় আপনি আমাদের মাঝে খুব সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে অসাধারণ কলসের আর্ট শেয়ার করেছেন যা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি এই আর্ট তৈরি করার মধ্য দিয়ে আপনার আর্ট করার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন এখানে আপনি আর্ট এর মধ্যে ডিজাইনগুলো একেবারে নিখুঁত ভাবে দিয়েছেন৷
চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার। তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।