লাইফস্টাইল পোস্ট ||| বাচ্চার জুতা কেনার অভিজ্ঞতা ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দরভাবে রমজান পালন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাশ ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

IMG_20250315_203438.jpg


আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে?তবে আমি চেষ্টা করে যাচ্ছি বাস্তবভিত্তিক কিছু ব্লগ উপস্থাপন করার। আজকে আমি আপনাদের মাঝে লাইফস্টাইল পোস্ট "বাচ্চার জুতা কেনার অভিজ্ঞতা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের লাইফস্টাইল পোস্টে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

আগামী ঈদকে কেন্দ্র করে বর্তমানে সকলেই মার্কেটের ওপর বেশি আকর্ষণ এবং কে কিভাবে মার্কেট করছে ও কে কত টাকার মার্কেট করছে এটি যেন একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টি মার্কেটে না গেলে বুঝতে পারতাম না। মার্কেটে এমন একটি অবস্থা, কে কার চাইতে বেশি দামে এবং ভালো প্রোডাক্ট নিবে এটি নিয়ে যেন সবার মধ্যে একটি প্রতিযোগিতা চলছে।

আমি আজকে আমার বাচ্চার জুতা কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম।মার্কেটে গিয়ে বেশ কয়েকটি শপিংমলে জুতা দেখার পরে দেখা গেল যে যে মূল্যের প্রোডাক্ট তার চাইতে বেশ কয়েক গুণ বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে। আর এই মূল্য নির্ধারণ করার পরেও যেন কোন মানুষের মুখে এটির দাম বেশি এটা বলতে কাউকে শুনালাম না। শুধু সবার মুখে এটি যে এর চাইতে ভালো কি আছে? সেটি দেন আর এই বিষয়টি দেখে আমার কাছে খুব বেশি আশ্চর্য লেগেছে। কারণ কেউ প্রোডাক্ট দিয়ে দাম নির্ধারণ করে না। আমরা দেখাতে চাই আমি বেশি দামি কিনছি, এই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগেনি।

শপিংমলগুলোতে দেখলাম লোকজনের অনেক বেশি সমাগম আর এতে দেখা যায় যে জিনিসের দাম করা তো দূরের কথা আমি যেটা পছন্দ করেছি, সেটা দেখা যাচ্ছে আর একজন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।এ অবস্থায় দাম তো করার প্রশ্নই আসে না বরং নিজে যেটি পছন্দ করেছি সেটি নিতে পারলাম কিনা এটি যেন প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

এই বিষয়টি অলরেডি আমার সঙ্গে ঘটেছে। আমি আমার বাচ্চার জন্য একটি ডিজাইন জুতা পছন্দ করেছি। দেখা যাচ্ছে যে আমি একটু সিদ্ধান্ত নিচ্ছি আমি এটা নেব না আরেকটা ডিজাইনের সেটা নেব। এমতবস্থায় দোকানদার বলছে যে আপা আপনি এটা যদি না নেন তাহলে উনি নিবে আপনি বলেন নিবেন কিনা? কথাটি শুনে আমার অনেক খারাপ লেগেছে, যে আমরা কেমন আমি একটা জিনিস দেখছি কিন্তু আর একজন সেটি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এতে আসলে দোকানদারের প্রোডাক্ট এর দাম বাড়িয়ে দেওয়ার সহযোগিতা করছি আমরা সবাই।

আজকের মত এখানে শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজিরা হবো, সে পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 7 days ago 

Screenshot_2025-03-15-23-55-55-300_com.peak.jpg

Screenshot_2025-03-15-23-52-26-133_com.android.chrome.jpgScreenshot_2025-03-15-23-51-11-250_com.coinmarketcap.android.jpg
 7 days ago 

উৎসবের দিনগুলোতে আমরা সকলেই কেনাকাটা করতে পছন্দ করি। তবে এ যা অবস্থা দেখছি বাড়বাড়ির এক শেষ। তবে কি জানেন আপু, মানুষ আবার এমনও আছে তাদের নিজের পছন্দ বলে কিছু নেই। অন্যেরা যা পছন্দ করে সেটা সর্বোচ্চ সুন্দর হয়ে যায়। কি করা যাবে কত মানষ কত রকমের।

 3 days ago 

আপনি একদম ঠিক বলেছেন দিদি। সেটাই ঘটেছে আমার সঙ্গে।

 6 days ago 

কোন উৎসব এসে গেলে বাজার দোকানের অবস্থা এমন খারাপই হয়ে যায় আপু। আসলে সেই সময় বেশি পরিমাণে মুনাফা করাটাই ব্যবসায়ীদের কাছে প্রধান উদ্দেশ্য হয়ে পড়ে। আর এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এত ভিড়ের মধ্যে ভালো করে কেনাকাটি করাও যায় না। তবু নতুন জিনিস তো কিনতেই হবে। তবু বাবুর জন্য জুতো কিনেছেন দেখে খুব ভালো লাগলো।

 3 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

 6 days ago 

ঈদের কেনাকাটা গুলো খুবই একটি বাড়তি ঝামেলা মনে হয় আমার কাছে। কারণ কিনতেও হয় এবং ঝামেলাও করতে হয়। আগেভাগে কিনে নিলে একটু ভালো হয়। আর বাচ্চাদের জুতা কিংবা ড্রেস কিনতে অনেক মার্কেট ঘুরতে হয় আপু। অনেক ভালো লেগেছে আমাদের সাথে মুহূর্তটি শেয়ার করলেন।

 3 days ago 

ঠিক বলেছেন আপু আমার কাছেও এই কেনাকাটা করাটা খুব ঝামেলার বিষয়।

 6 days ago 

এবার রমজানে প্রায় প্রতিটি শপিংমল কিংবা মার্কেটে বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। ক্রেতারা বাড়তি দাম দিয়ে জামাকাপড় থেকে শুরু করে সবকিছু কিনছে। এতে করে বিক্রেতারা প্রচুর পরিমাণে লাভ করছে। যাইহোক বাচ্চার জুতা কিনতে গিয়ে তো ভালোই ঝামেলায় পড়েছিলেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 days ago 

আপু এখন মার্কেটে গেলে কাস্টমারের ভিড় থাকে বেশি। কারণ ঈদের শপিং এর কারণে কাস্টমার বেশি থাকে। এবং যে কোন কিছু কিনতে গেলে দামও বেশি। যেমন আপনার বাচ্চার জন্য জুতা কিনতে গেলেন। অথচ একই জুতা আর কাস্টমার পর্যন্ত সহজ করে রাখলো। আর এরকম হলে দোকানদার জিনিসপত্রের দাম বেশি রাখে। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।