রেসিপি পোস্ট ||| শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি ||| original recipe by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি প্রচন্ড অসুস্থ।চেষ্টা করি সব সময় ভালো থাকার জন্য কিন্তু আমার ভাগ্য আমাকে কেন জানি বারবার সুস্থতা দান না করে অসুস্থতার দিকে ঠেলে নিয়ে যায়।হঠাৎ করে দুদিন থেকে প্রচন্ড শ্বাসকষ্ট আর ইফতারের পর শ্বাসকষ্ট কেন জানি আরো বেড়ে যায়।
যদিও সবাই বলছিল রোজা না রাখার জন্য কিন্তু আমার কথা আমি মরে যাব তবুও রোজা ভাঙবো না।যদিও সারাদিন অনেক কষ্ট হয়েছিল তারপরও রোজা রেখেছিলাম এবং রাখবো। আল্লাহ যেন আমাকে সবগুলো রোজা করার তৌফিক দান করে।যদিও পোস্টটি শুয়ে শুয়ে অনেক কষ্টে লেখা তারপরও চেষ্টা করেছি আমার বাংলা ব্লগে পোস্ট করার জন্য।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে।"শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি"র রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হলাম।সিমের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণ আমিষ এবং পুষ্টিগুনে ভরপুর।অনেক সময় অনেক কিছুই বাচ্চারা খেতে চায় না। একটু ভিন্নভাবে রেসিপি করে বাচ্চাদের দিলে বাচ্চারা মজা করে রেসিপিগুলো খায়। চলুন আর কথা না বাড়িয়ে "শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি"র রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।শিমের বিচি।
২।আলু।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫। হলুদের গুঁড়ো।
৬।মরিচের গুঁড়ো।
৭।জিরার গুড়ো।
৮।লবণ।
৯।তৈল।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
প্রথমে শিমের বিচিগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি।
এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
কাঁচা মরিচ পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, লবণ ও তেল দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি।
কষিয়ে নেওয়া মসলার ভিতরে শিমের বিচি আলু দিয়ে দিয়েছি।
এবার শিমের বিচি ও আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
কিছুক্ষণ অপেক্ষা করেছি পানি যখন শুকিয়ে গেছে তখন রেসিপিটি আর একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি" রেসিপি।এবার এই "শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি" রেসিপির একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।
আসলে রমজান মাসে রোজা না রাখতে পারলে নিজের কাছেই খুব খারাপ লাগে। আমিও কয়েকদিন অসুস্থ ছিলাম, কিন্তু একটি রোজাও মিস করিনি। যাইহোক শিমের বিচি এবং আলু এভাবে ভাজি করলে খেতে দারুণ লাগে। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি এতো অসুস্থ অবস্থায় এতো বড় পোস্ট লিখে ফেলেছেন আপু! খুব তাড়াতাড়ি আগে সুস্থ হয়ে উঠুন। নিয়মমাফিক ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে আপনার বানানো শীমের বিচি ও আলুর ভাজি দারুণ সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
শিমের বিচি ও আলুর মজাদার ভাঁজি করেছেন। খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। শিমের বিচি খুবই পুষ্টিকর।ধাপে ধাপে আলুও শিমের বিচি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমার সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগে সুস্থতা তারপরে ঈশ্বর ভক্তি। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে আপনার বাড়ির লোকেদের দেখার কেউ থাকবে না৷ যাইহোক ধর্ম অত্যন্ত সেন্সিটিভ দিক তাই বেশি কথা বলব না। আপনি নিজের যত্ন নিন এটাই বার বার বলব।
রেসিপিটি বেশ ভালো হয়েছে৷ শিমের বীজ আসলেই উচ্চমাত্রার প্রোটিন সম্পন্ন খাবার৷ তাই শিমের বীজের যে কোন রেসিপি মানেই খাওয়া দরকার। ভালো লাগলে রেসিপিটি জেনে৷
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।
https://x.com/mst_akter31610/status/1901593823928533347?t=Rc1Eubdfrggp8sT7s5QPEA&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
সিমের বীজ রান্না করে খেয়েছি অনেক বেশি সুস্বাদু লাগে খেতে খোসার ভেতরে পুরো মোমের মত লাগে বীজটা খেতে। তবে এইভাবে ভাজি করে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে অনেক বেশি সুস্বাদু লাগছে। এত সুন্দর স্বাস্থ্যকর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
জি দাদা রেসিপিটি অনেক সুস্বাদু ও মজাদার ছিল।
শিমের বিচি এভাবে আলু দিয়ে ভাজি করে কখনো খাওয়া হয়নি। এমনিতে শিমের বিচি আমার খুব পছন্দ। তবে আলু দিয়ে ভাজি করে খাওয়া হয়নি কখনো। এটা খেতেও নিশ্চয়ই সুস্বাদু। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এভাবে রান্না করে খেতে বেশ মজা ও টেস্টি হয় আপু।