অনুভূতিমূলক পোস্ট ||| নিজের ব্যবসায় নিজেই যখন কাস্টমার ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ3 days ago
<div class["text-justify">

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20250318_173420.jpg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে।তবে আজকের ব্লগটি একটু ব্যতিক্রম।আজ আমার নিজের অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরলাম "নিজের ব্যবসায় নিজেই যখন কাস্টমার"।

মূলত ব্যবসায়ীদের সকল কাজ সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে।ধর্মীয় অনুষ্ঠানগুলো কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের কাজ করে। এই কাজগুলো যেন সুন্দর ও আকর্ষণীয় হয় এই দিকে দৃষ্টি রাখতে হয় ব্যবসায়ীদের। যেকোনো ধর্মীয় অনুষ্ঠান মানে খুশি এবং আনন্দ। ঈদের আগে যেমন মনে প্রাণে পরিশ্রম করতে হয় তেমনি ব্যস্ত থাকতে হয় অনেক। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথায় আছে।

পরিশ্রম না করলে সফলতা আসবে কি করে। যদিও ঈদ কে কেন্দ্র করে খুব ব্যস্ততায় দিন যাপন করছিলাম আমি ও আমার হাজব্যান্ড। আসলে যারা ব্যবসায়ী তাদের সবারই টার্গেট থাকে ঈদকে কেন্দ্র করে।কারন ঈদে যে পরিমাণ বিক্রি হবে অন্য সময় তা বিক্রি নাও হতে পারে।

IMG_20250318_180407.jpg

তাইতো সবারই টার্গেট থাকে এই ঈদকে কেন্দ্র করে। আমাদেরও একই অবস্থা। তবে কিছুদিন হল খুব কষ্ট করতে হয়েছে আমাকে ও আমার হাজব্যান্ডকে যেমন বিপদ-আপদ ছাড়ছেই না তারপর আরেকটি প্যারা গেল বাসা চেঞ্জ করা এবং ব্যবসার কাজ সব মিলিয়ে এতটা পেরেশানির মধ্যে দিন কাটছে যা বলা বাহুল্য। এত কষ্টের ভিতরেও যে প্রোডাকশন গুলো ঠিকভাবে হচ্ছে এবং যেভাবে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই ভাবেই কাজ তারা করে দিচ্ছে এটাই সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া।যখন হাতের কাজের প্রোডাক্টগুলো হাতে এসে পৌঁছালো তখন অনেক ভালো লাগছিল মনে হল কষ্টটা মনে হয় স্বার্থক হয়েছে।মেয়েদের কুর্তি ও ওয়ান পিস গুলো দেখে এতটাই ভালো লাগছিল তাই তো নিজের জন্য নিজের ব্যবসা থেকে কিছু পোশাক নিয়ে নিলাম এবং নিজেই কাস্টমার হয়ে গেলাম।হাতের কাজের যে কোনো পোশাক দেখতে অনেক ভালো লাগে।

আসলে হাতের কাজগুলো এত সুন্দরভাবে করা হয় যা সকলের নজর কাড়ে। সুতার কালার কম্বিনেশন পোশাকের কালার ডিজাইন সবকিছুরই একটা ধারণা থাকতে হয় আর এই ধারণা এবং ম্যাচিং গুলো যদি সঠিক না হয় তাহলে সেই পোশাকটি কাস্টমারের নজর কারে না। তাইতো একজন উদ্যোক্তাকে সবকিছু মাথায় রেখেই সব কাজ করতে হয় ব্যবসায়ের।যখন তার প্রোডাক্টগুলো কাস্টমাররা পছন্দ করে এবং প্রচুর পরিমাণ সেল হয় তখন সত্যিই অনেক ভালো লাগে।

IMG_20250318_174836.jpg

তখন মনে হয় আমার প্রোডাক্টগুলো মন্দ নয় একটু হলেও ক্রেতাদের নজর কাড়ে। সফলতার তখনই মনে হয় যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় এবং ক্রেতারা আমার প্রোডাক্টটি পড়ে শান্তি ফিল করে।বিজনেস একদিনের জন্য নয় বিজনেস অনেক দিন ধরে করতে চাইলে অবশ্যই ক্রেতাদের সন্তুষ্টির লাভের জিনিসটি আগে জানতে হবে। তাই তাদের দিকটা বিবেচনা করে আরামদায়ক এবং নজর কাড়ার মত কিছু কুর্তা, এসকেডি, ওয়ান পিস পাঞ্জাবি তৈরি করা হয়েছে। পোশাকগুলো এতই সুন্দর যার কারণে আমি নিজেই কাস্টমার হয়ে গেলাম।

আজ এই পর্যন্ত আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন। সবার সুস্থতা কামনা করছি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 3 days ago 

Screenshot_2025-03-19-23-59-45-829_com.android.chrome.jpg

Screenshot_2025-03-19-23-59-15-824_com.coinmarketcap.android.jpgScreenshot_2025-03-19-23-58-24-418_com.peak.jpg
 3 days ago 

আসলে যেকোনো ব্যবসা করতে গেলে অবশ্যই ক্রেতা সন্তুষ্টির কথা মাথায় রাখতে হয়। তাহলে সেই ব্যবসায় একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করা যায়। যাইহোক ড্রেস গুলো আপনার কাছে খুব ভালো লেগেছে বিধায়, নিজেই কাস্টমার হয়ে গিয়েছেন আপু হা হা হা। আশা করি এবার ব্যবসায় বেশ ভালোই লাভ হবে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 days ago 

দোয়া করবেন ভাই ব্যবসাটা যেন বড় করতে পারি।

 3 days ago 

ব্যবসা করতে গেলে আমাদের প্রথমে কাস্টমারদের চিন্তা করা লাগে। যে তারা কোনটা চয়েস করবে এ বিষয়ে মাথায় রাখলে ব্যবসা অবশ্যই বড় করা যাবে। আপনার ড্রেসগুলা কিন্তু অসম্ভব সুন্দর। দোয়া করি আপু আপনার ব্যবসা আরো বড় হোক।

 3 days ago 

আপনার দোয়া যেন মহান আল্লাহতালা কবুল করেন। আমিন

 2 days ago 

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলিকে উদ্দেশ্য করে মানুষের অনেক আনন্দে সময় কাটে। তাই সেই আনন্দের ভাগ করে নিলে আরো আনন্দের সূচনা করে। আপনার নিজের ব্যবসা আছে বলে জামা কাপড় কেনা অনেক সুবিধা আছে। অনেক দূরে গিয়ে বাজার থেকে দোকান করতে হয় না। আপনার এই মজার পোস্টটি পড়তে আমার বেশ ভালো লাগলো।

 2 days ago 

খুবই ভালো লাগছে আপনি নিজের ব্যবসায় নিজেই কাস্টমার হয়ে গিয়েছেন দেখে। আসলে আপনার শেয়ার করা সবগুলো কূর্তি খুব বেশ সুন্দর লাগছে। ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক বিভিন্ন রকম অনুষ্ঠানকে ঘিরে মূলত এরকম ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। আর এই সময় গুলো অনেক ব্যস্ত যায়।আপনার ব্যবসার জন্য অনেক অনেক শুভকামনা রইল।