অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে প্রচন্ড ব্যস্ততায় সময় পার করছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যতই ব্যস্ততায় সময় পার করি না কেন প্রিয় বন্ধুকে কখনো কেউ ভুলে যেতে পারে না। আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার। এই পরিবারে আসলে কেন জানি শান্তি মেলে।সব থেকে বড় কথা এই মানুষগুলো যদিও অচেনা তারপরও তাদের সবার সাথে একটি অন্যরকম ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছে। আমরা সবাই সবার জন্য সব সময় শুভ কামনাই করি।
আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। কারণ কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। কবিতা লিখাও এক প্রকার নেশা হয়ে গেছে। যদিও অনেক ব্যস্ততায় সময় পার করছি তারপরও এর ফাকে চেষ্টা করি অন্যান্য কাজগুলো রেখে কবিতা লেখার জন্য। প্রত্যেকটি কাজের জন্য আমাদের নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত। সময় মেনে যারা কাজ করে অবশ্যই সেই কাজে সফলতা আসবে। আজ আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখেছি। কবিতা অনুভূতির ফসল। কবিতা বাস্তব কাল্পনিক দুটোই হতে পারে। তবে কল্পনায় ডুবে থাকা যায় আর বাস্তবতার মুখোমুখি হতে হয়। অনু কবিতা গুলো ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে অনু কবিতা লিখতে এবং পড়তে আমার অনেক ভালো লাগে। চলন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ অনু কবিতা দেখে নেওয়া যাক।
সব কষ্ট চলে যাবে
না পাওয়া গুলো পূর্ণ হবে,
জিবন তো থেমে থাকেনি করো
আজ নেই তাতে কি
কাল তার থেকে পাব অনেক বেশি।
নতুন করে স্বপ্ন দেখি,
তুমি পাশে আছ তাই
আশা আকাঙ্খা বাসা বাঁধে,
তুমি পাশে আছ তাই
অনুভূতি অনুভব করি।
কিছু শূন্যতা কষ্ট দুঃখ গুলো
রয়ে যাবে হৃদয়ের কোনায়,
যে কথার ছিল না কোন মানে
তবুও তুমি বলে গেলে,
নিশ্চুপ নিরব ভাবে,
শুনতে হয়েছিল তা
কষ্ট দেওয়াই কি সুখ?
নাকি মেনে নেওয়াই ভালো।
পবিত্র মাহে রমজান ,
ছোট-বড় ধনী গরীব
করোনা কারো ভেদাভেদ,
মিলে মিশে থেকে
ভালোভাবে চলে,
চলো রমজান টা পার করি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
অসাধারণ কিছু অণু কবিতা লিখেছেন। ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ পড়ে ভালো লাগলো।
আমার লেখা অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে, এটাই আমার জন্য বড় পাওয়া।
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে আপনি আজকের এই অনু কবিতা গুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা অনেক বেশি সুন্দর ছিল। আপনি আপনার সবগুলো অনু-কবিতা অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে লিখেছেন। আশা করি এরকম সুন্দর অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন খুব চমৎকারভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
https://x.com/mst_akter31610/status/1900506089810006517?t=7tUfY8IEXOveTd37bU22QQ&s=19
দারুন ক্রিয়েটিভিটি আপু আপনার। যেমন কবিতা লেখা সুন্দর তেমনি কবিতা আবৃত্তি আরো সুন্দর। অনেক ভালো লাগে আপনার দুইটি জিনিস আমার কাছে। আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করলেন। প্রতিটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
ছোট ছোট কবিতা মনের সুন্দর অনুভূতি প্রকাশ করতে পারেন। এজন্য আমার কাছে ভালো লাগে ছোট ছোট কবিতা গুলো। আজকে আপনি খুব সুন্দর করে কবিতা লিখে প্রকাশ করেছেন। খুশি হলাম আপনার লেখা চমৎকার এই কবিতা গুলো পড়ে।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বেশ দারুণ লিখেছেন অনু কবিতা গুলো আপু। বেশ চমৎকার লাগল। বিভিন্ন বিষয় নিয়ে ফুটিয়ে তুলেছেন কবিতা গুলো। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অনু কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে নতুন করে স্বপ্ন দেখা যায় এবং নতুন করে জীবনটাকে গড়ে তোলা যায়। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর কিছু কবিতা আপনার কাছ থেকে পড়ে খুব ভালো লেগেছে৷ যেভাবে আপনার এই সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে এখানে আপনি এই অনু কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ এখানে আপনি এই অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।