অনুভূতিমূলক পোস্ট ||| হঠাৎ শৈশবের স্মৃতি যখন মনে পড়ে ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_021126A2-069F-4FF6-A2AA-B1BE97927498.jpeg


আমি আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।যত ব্যস্ত থাকি না কেন চেষ্টা থাকে সবসময় আপনাদের মাঝে নতুন ও ইউনিক পোস্ট নিয়ে হাজির হওয়ার জন্য।ঠিক তার ঐ ধারাবাহিকতা আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "হঠাৎ শৈশবের স্মৃতি যখন মনে পড়ে"।

প্রায় দুই বছর পর নিজের বাবার বাড়িতে আসার আনন্দই অন্যরকম। তাইতো মনকে আনন্দে আর ধরে রাখতে পারছিলাম না। যেদিন বাড়িতে এলাম সবকিছু কেমন যেন অন্যরকম লাগছিল।সবকিছুই চেঞ্জ আসলে এতদিন পর বাড়িতে এসে যেখানেই যাচ্ছিলাম আবেগ অনুভূতিগুলো আর বেঁধে রাখতে পারছিলাম না।নিজের বাবা বাড়ি বলে কথা ছেলে মেয়ে যতই বড় হোক না কেন বাবা-মার কাছে সব সময় ছোট মনে হয়।

Messenger_creation_808328BE-8470-43A3-9721-280985FE2AB0.jpeg

তাইতো বাড়িতে যাওয়ার পরপরই আমার মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে।আর আমিও মাকে দেখে মনে হয় কি যেন একটি শান্তি বুকের ভেতর খুঁজে পেলাম।আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না পৌঁছলাম ততক্ষণ পর্যন্ত আমার মা পায়চারি করছিল। আর এটাই মনে হয় মায়ের ভালোবাসা। আসলে মা মনে হয় এমনই হয়। বাসায় পৌঁছে কিছুক্ষণ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করলাম এবং তারপরে বাসার পিছন সাইডে দেখি বাচ্চারা খেলাধুলা করছে। তারা এত সুন্দর করে খেলছে খেলা গুলো দেখে হঠাৎ মনে পড়ে গেল শৈশবের কথা।

একটা সময় আমরাও যখন ছোট ছিলাম এই বাচ্চাদের মতো খেলছিলাম।গোল্লাছুট বউ ছি কানামাছি, এই খেলাগুলো কত যে খেলতাম। আর এই খেলা গুলোর মজাই আলাদা। তাইতো তাদের খেলা দেখে নিজের মন আর মানলো না মনের অজান্তেই তাদের ছবিগুলো উঠিয়ে নিলাম এবং অনেকক্ষণ তাদের সঙ্গে কথা বললাম। তারা যখন গোল্লাছুট খেলছিল অনেক চিৎকার হচ্ছিল এবং আমিও তাদের আনন্দের মাঝে গিয়ে খেলার কথাগুলো বলতে লাগলাম তাদের সাথে। বাচ্চাগুলো অনেক আনন্দ পাচ্ছিল। নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম সেই বাচ্চাদের খেলার মাঝে।খেলা তো খেলাই যা মনের আনন্দের বিকাশ ঘটায়।

বাচ্চাগুলো আমাকে বলল আসেন খেলি।কিন্তু আমি বললাম না বাবা তোমরাই খেলো আমার কি আর খেলার সেই আগের বয়স আছে। ওরা বলল খেলার বয়স লাগে না তো। আর এটা তো আপনার বাবারই বাড়ি। অল্প কিছুক্ষণের মধ্যে হারিয়ে গিয়েছিলাম আমার শৈশবের সেই স্মৃতিতে। আর শৈশবের স্মৃতি সত্যিই মধুময়। এই স্মৃতিতে যখন ফিরে গিয়েছিলাম তখন মনে হল কতনা আনন্দের দিন ছিল। খেলাধুলা করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে। শহরের বাচ্চারা পায়না এতটুকু খেলার মাঠ।

Messenger_creation_63644317-4A12-48E4-B95C-7B85CED39F41.jpeg

গ্রামে বাবার বাসায় এসে এতটা ভালো লাগবে কল্পনাও করতে পারিনি।শৈশবের স্মৃতির অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

zxpbJ731YMJdDMoVswW3bFv1nKfnuJWc7waJpaxXojbJpcyGLf4KwgNP3o1Rfgtnzz7Brke726CLrCupdmwixGj8TtbtvzGqDL6Bq2EXPU...LtYmDVBHgjBe5mw83DrKcfYG3oMfmmtUJ8u4bKRoTkMUDnyJ65j8FEdAmuUTCy1eMZv7N2LGfUyvuMPt2MpdggEb7mbyZL3qjf4Z5r2guKupnhSJbBnBir4qo.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 7 days ago 

Screenshot_2025-01-11-22-29-40-416_com.peak.jpg

Screenshot_2025-01-11-21-44-43-022_com.android.chrome.jpgScreenshot_2025-01-11-21-43-48-525_com.coinmarketcap.android.jpg
 7 days ago 

আপনার ব্লগের গল্পটি খুবই সুন্দর এবং আবেগপ্রবণ। শৈশবের স্মৃতির প্রতি আপনার ভালবাসা এবং সেই সময়ের খেলার আনন্দ প্রকাশ পেয়েছে খুব ভালোভাবে। আপনি মা এবং পরিবারের প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। এই ধরনের পোস্টগুলো পাঠকদের মধ্যে একটি আবেগপূর্ণ সংযোগ তৈরি করে, যা আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলির স্মৃতিকে জাগ্রত করে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 days ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 7 days ago 

আপনার শেয়ার করা পোস্ট করে অনেক ভালো লাগলো আপু। মেয়েরা কখনো বাবা-মার কাছে বড় হয় না এটা সত্য কথা। দু'বছর পর বাড়িতে গিয়েছেন সেখানে গিয়ে মা-বাবার সাথে দারুন সময় কাটিয়েছেন। বাচ্চাদের খেলা দেখে নিজের শৈশবে ফিরে গিয়েছিলেন। আসলে আমরা শৈশবকে কখনো ভুলতে পারিনা। শৈশবে কানামাছি গোল্লাছুট এই খেলাগুলো অনেক মজার ছিল। আপনার মত আমিও কোন বাচ্চাকে খেলতে দেখলে নিজের শৈশবে ফিরে যাই। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।

 5 days ago 

মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 7 days ago 

অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। সত্যি শৈশবের স্মৃতিগুলো অত্যন্ত মধুর হয়। আর এই কারণে প্রত্যেকটি মানুষ তার শৈশবের সেই দিনগুলো ফিরে পেতে চাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 7 days ago 

আমরা ছোটবেলায় যেভাবে খেলাধুলা করতাম সময়গুলো কাটাতাম তবে এখনের বাচ্চাগুলো তার থেকে ভিন্ন। এখন মোবাইলের যোগ হওয়ার কারণে সামান্য সময় পেলে বাচ্চারা হাতে মোবাইল নিয়ে বসে পড়ে। আপনি খুব সুন্দর শৈশবের স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার স্মৃতিগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে।

 5 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আসলে কিছু কিছু স্মৃতি কখনোই ভুলা যায় না। ছোটবেলার দিনগুলো সত্যিই মধুর ছিলো। দীর্ঘদিন পর বাবার বাড়িতে গিয়েছেন দেখছি। বাচ্চাদেরকে খেলতে দেখলে মাঝেমধ্যে আমারও খেলতে ইচ্ছে করে হা হা হা। আপনি তাদের সাথে খেললেও পারতেন আপু। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।