ডাই পোস্ট ||| সিম্পল একটি ফুলের ডিজাইন ||| original art by @saymaakter.
আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে সকল ভাই-বোনদেরকে জানাই রমজান মোবারক। আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনযাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা সুস্থ। চেষ্টা করছি মেডিসিন খেয়েও নিজের দিক থেকে যেভাবে সুস্থ থাকা যায়। কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। সৃষ্টিকর্তার কাছে সব সময় চাওয়া সৃষ্টিকর্তার পৃথিবীর সকল মানুষকে যেন ভালো রাখে।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। কোন কাজ প্র্যাকটিসের মধ্যে থাকলে সেই কাজ যেমন সুন্দর হয় এবং হাতও অনেক স্পিডে চলে।আর্ট করতে অনেক ভালো লাগে তারপরও অনেকদিন হলো আর্ট করা হয় না একটু গ্যাপ পড়ে গেছে।আর্ট করতে কেন জানি খুব ইচ্ছা করলো তাই খাতা কলম নিয়ে বসে আর্ট করা শুরু করে দিয়েছিলাম।
এখন আর আর্ট বন্ধ না রেখে কন্টিনিউ সপ্তাহে একটি পোস্ট করব কারণ আমি নিজে বুঝেছি কোন কাজ বন্ধ রাখা ঠিক না প্র্যাকটিস করা উচিত।যে কোনো কাজ কন্টিনিউ করলে সেই কাজ অনেক সুন্দর হয়। আজ হঠাৎ সিম্পল একটি আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদিও সেরকম আর্টের ব্যাপারে অতটা অভিজ্ঞ নই তারপরও চেষ্টা করেছি।আর চেষ্টা করতে করতে একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবো ইন-সা-আল্লাহ। চলুন আর কথা না বাড়িয়ে আমার সিম্পল একটি আর্ট কিভাবে করেছি দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ-
১।পেন্সিল।
২।রাবার।
৩। স্কেল।
![]() | ![]() |
---|
প্রথমে একটি ছোট গোল বৃত্ত এঁকে নিয়েছি।
এবার ফুলের পাঁচটি পাপরি এঁকে নিয়েছি।
সেই ফুলের উপরে আরেকটি ফুল এঁকে নিয়েছি।
দুটো ফুলের পর আরেকটি ফুল এঁকেছি।
বড় ফুলটি থেকে উপরের ফুলটি পর্যন্ত একটি ডাল এঁকে নিয়েছি।
উপরের ফুলের সাইডে দুটো পাতা এঁকে নিয়েছি।
প্রতিটি ফুলের ভিতরে পেন্সিলের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।
পাতা দুটোতে পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছি এবং আরেকটি ফুল এঁকেছি।
এবার আরো দুটো ফুলের ডাল এঁকে নিয়েছি এবং দুটো করে পাতা এঁকে নিয়েছি।
পেন্সিলের সাহায্যে ফুলের নিচের দিকে বেশ কিছু ডাল দিয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
নিচের দিকে সামান্য গ্যাপ রেখে আবারো আগের মতো করে পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "সিম্পল একটি ফুলের ডিজাইন"। এবার এই "সিম্পল একটি ফুলের ডিজাইন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
সত্যি ফুলের ডিজাইন টা বড্ড সিম্পল দেখতে হয়েছে তবে খারাপ নয়। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ডিজাইন আপনি বানিয়েছেন। তবে আপু আপনি একটা কথা একদম সত্যি বলেছেন কোন কাজ একেবারে করা বন্ধ রাখলে সেই কাজ আর ভালো করে হয় না। আমারও তো তাই হলো আজ আমি আর্ট পোস্ট করব বলে ছবি আঁকতে বসলাম কিন্তু এতই সময় লাগলো যে আমি কমপ্লিট করতে পারিনি আমার আরো একদিন সময় লাগবে।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ফুল দিয়ে যেকোনো ডিজাইন তৈরি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনার তৈরি একটি ফুলের ডিজাইন সিম্পল হলেও দেখতে ভীষণ ভালো লাগছে। রং করলে হয়তো দেখতে আরোও বেশি ভালো লাগতো। তবে তৈরির প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করলেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।
আমার ডাইপোস্টটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার সুস্থতা কামনা করি আপু। সিম্পল একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। এটা ঠিক বলেছেন আপু, কোন কাজ যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই ভালো হবে। প্র্যাক্টিস এর অভাবে অনেক পাড়া কাজও ভুল হয়ে যায়। তবে আপনি চেষ্টা করতে থাকলে অবশ্যই আরো সুন্দর ডিজাইন অংকন করতে পারবেন আপনাকে ধন্যবাদ আপু।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
https://x.com/mst_akter31610/status/1902251618575282473?t=lH7Qoa1y-DAHAOyDuM0sZQ&s=19
আপনার আর্ট সিম্পল হলেও আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আজকের এই আর্ট টিও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন। ফুলের ছোট ছোট ডিজাইন গুলা আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আজকের নিখুঁতভাবে এই আর্ট করা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনি উপরে আর্ট পোস্টের জায়গায় ডাই পোস্ট লিখেছেন লেখাটি ঠিক করে নিবেন। ধন্যবাদ
সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপু আপনি অনেক চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন আর্ট করা বন্ধ না রেখে কন্টিনিউ করলে অনেক ভালো হয়। সপ্তাহে একটি করে আর্ট পোস্ট করলে দারুন হবে। আজকে অনেক চমৎকার একটি ফুলের সিম্পল আর্ট আমাদের সাথে শেয়ার করছেন দেখতে দারুন লাগছে। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
হ্যাঁ আপু অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। তবে আপনার সুস্থতা কামনা করি আপু। যাই হোক আপনি পেন্সিল দিয়ে চমৎকার সিম্পল ফুলের ডিজাইন করেছেন। তবে আপনার ফুলের আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে পেন্সিল গুলো এমনিতে ভালো লাগে। ধন্যবাদ পেন্সিল দিয়ে সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
পেন্সিল দিয়ে চমৎকার সুন্দর করে ফুলের আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার সিম্পল ফুলের পেন্সিল আর্ট টি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।