অনুভূতিমূলক পোস্ট ||| ছেলের বই পাওয়ার অনুভূতি ||| original writing @saymaakter.

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সবাই সুস্থ্য সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_95F0978B-1B90-4E31-8276-C41011B3E818.jpeg


বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সব সময় চেষ্টা থেকে আমার বাস্তবতাকে তুলে ধরার। তাইতো সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আজ আপনাদের মাঝে আবারো হাজির হলাম ছেলের নতুন বই পাওয়ার অনুভূতি নিয়ে।

বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যেক বাচ্চাদের মনের মধ্যে একটি আনন্দ কাজ করে।সেই সাথে অভিভাবকরা বাচ্চাদের নানান রকম উৎসাহ দিয়ে থাকে। ভালো করে লেখাপড়া করে পরীক্ষা ভালো রেজাল্ট করলে ঘুরতে যাব।আর এই উৎসাহ পেয়ে বাচ্চারা পড়ালেখা করে। একটা সময় তাদের পরীক্ষাও শেষ হয়। তারপর শুরু হয় তাদের ঘুরতে যাওয়ার পালা। আমার জানামতে এমন কোন বাচ্চা নেই যে বার্ষিক পরীক্ষার পরে তারা নানুর বাসায় দাদুর বাসায় ঘুরতে যায় না। কারণ এটাই একমাত্র উপযুক্ত সময় বাচ্চাদের ঘোরাঘুরি করার।

Messenger_creation_02FC33A3-8D21-4198-810B-F11C81ED7447.jpeg

ঘোরাঘুরি পর আবার চলে আসতে হয় বাচ্চাদের নিজের বাসস্থানে।কারণ নতুন বছর আসতে না আসতেই আরেকটি আনন্দ বাচ্চাদের মনে জাগে। নতুন বছরে পাবে নতুন বই নতুন ক্লাস সেই বইগুলো পড়ার মজাই আলাদা। নতুন নতুন কবিতা গল্প এইএক অন্যরকম অনুভূতি।তাইতো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার পর তাদের মনের মধ্যে শুধু একটি কথায় ঘুর পাক খায় কখন নতুন বই হাতে পাবে।

আমার জানামতে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর নতুন বই পাওয়ার আনন্দ ছিল।একটি সময় আমরাও অনেক আনন্দ করতাম কখন নতুন বই পাব।যখন গ্রামের বাড়ি থেকে বাসায় ফিরছিলাম তখন আমার ছেলে বারবার বলছিল বই মনে হয় স্কুলে দেওয়া শেষ হয়ে গেছে আমি মনে হয় আর বই পাবনা। কিন্তু আমি তাকে বললাম বই দিলে ফোনে মেসেজ দিবে। রীতিমত তার টেনশন হয়ে গেল আমি মনে হয় বইগুলো পাব না মিস করবো। যখন বাড়ি থেকে বাসায় ফিরে পরের দিন ছেলে স্কুলে যাবে সেই কি আনন্দ তার নতুন বই পাবে।

Messenger_creation_0EEF594F-E6D8-482E-9B22-3FF76DADEBC5.jpeg

তারপর স্কুল থেকে সে বই নিয়ে এসে অনেক আনন্দের সাথে আমাকে দেখাতে শুরু করলো। যদিও আমি ব্যস্ত ছিলাম বললাম পরে দেখব।ছেলে বলল না এখনই দেখো বইয়ে কত নতুন কবিতা গল্প।তারপর ছেলের মন রক্ষার্থে বইগুলো দেখলাম এবং বললাম বইগুলো তোমাকে সুন্দর করে মলাট করে দেব। আমাকে বলল তুমি তো কবিতা বলো আমার বইয়ের একটা কবিতা সুন্দর করে আবৃত্তি করে আমাকে শোনাবে।আমিও ছেলেকে বললাম আচ্ছা এবং উৎসাহ দিলাম নতুন বই এসেছে অনেক মজা করে পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে। তারপর রাতে ও পড়া শুরু করে দিয়েছে।

Messenger_creation_D4C563A3-E44E-4324-B160-5304B05C97E7.jpeg

রীতিমতো গল্প কবিতা, ও অন্যান্য বইগুলো দেখছে দেখে ভালই লাগলো। বইয়ের প্রতি আগ্রহটা থাকলে সারা বছর তাহলে আর কোন অভিভাবকদের অতটা চিন্তা করতে হয় না।বই জ্ঞানের আলো। বই জ্ঞানের ভান্ডার। বই প্রকৃত বন্ধু। আসলে বইয়ের মত ভালো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। যেটাতে শুধু ভালো পরামর্শই আমরা পেতে পারি। আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

zxpbJ731YMJdDMoVswW3bFv1nKfnuJWc7waJpaxXojbJpcyGLf4KwgNP3o1Rfgtnzz7Brke726CLrCupdmwixGj8TtbtvzGqDL6Bq2EXPU...LtYmDVBHgjBe5mw83DrKcfYG3oMfmmtUJ8u4bKRoTkMUDnyJ65j8FEdAmuUTCy1eMZv7N2LGfUyvuMPt2MpdggEb7mbyZL3qjf4Z5r2guKupnhSJbBnBir4qo.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 2 months ago 

Screenshot_2025-01-16-11-15-33-242_com.android.chrome.jpg

Screenshot_2025-01-16-11-14-29-479_com.coinmarketcap.android.jpgScreenshot_2025-01-15-23-29-40-468_com.peak.jpg
 2 months ago 

সত্যিই আপু নতুন বই পাওয়ার আনন্দ এখনো ফিল করি আমি।আপনার ছেলে অবশেষে নতুন বই পেয়েছে।আমার কাছে ও নতুন বই গুলো দেখে খুবই ভালো লাগলো। আমার ছেলে এখনো বই পায়নি।ক্লাস ফাইভ।বই দিলে গ্রুপে জানিয়ে দিবে।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ নতুন বই নিয়ে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

শিশুদের নতুন ক্লাসে উঠবার আনন্দই আলাদা। তাই বার্ষিক পরীক্ষা হলেই তাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। একথা আপনি একদম ঠিক বলেছেন। আমার কন্যাও এই বছর সপ্তম শ্রেণীতে পা দিল। ফলে গতকাল আমি সমস্ত বই কিনে আনলাম। আপনার এই পোস্টটি একদম যথাযথ। আর শিশুরা নতুন ক্লাসে উঠলে বাবা মায়েরও ভালোলাগা কাজ করে।

 2 months ago 

দাদা আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করেছেন।

 2 months ago 

তারপর আছি আপনার পোস্ট দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। নতুন বই হাতে পাওয়ার আগে যে আনন্দটা হয় এটা হয়তো বলে বোঝানো যাবে না। আমার কাছে তো নতুন বইয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে। আপনার ছেলে দেখছি প্রায় সবগুলো বই পেয়ে গেছে। খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

নতুন বছরে নতুন ক্লাসে নতুন বই। অনেক ভালো লাগলো আপনার ছেলের বই পাওয়ার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। স্কুলে থাকাকালে বই সংরক্ষণ করে এভাবেই বিতরণ করতাম ছাত্রদের মাঝে। যেন পুরাতন দিনের সেই স্মৃতিগুলো ফিরে পেলাম।

 2 months ago 

আমার লেখা পড়ে যে আপনার পুরাতন দিনের কথা মনে পড়েছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

মাশাআল্লাহ।
আপনার ছেলে তাহলে নতুন বই পেয়েছে। সত্যিই এটা ভীষণ আনন্দের ব্যাপার। আমার মেয়ে ইলমা এবার চতুর্থ শ্রেণীতে উঠেছে তবে বই মাত্র তিনটি হাতে পেয়েছে। যাইহোক ছেলের বই পাওয়ার অনুভূতি খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু। আপনার ছেলের জন্য দোয়া রইল।

 2 months ago 

মহান আল্লাহ তা'আলা যেন আপনার দোয়া কবুল করেন। আমিন

 2 months ago 

ক্লাস নাইন পর্যন্ত এই সময় টা খুব ভালো প্রতি বছর নতুন বই পাওয়া যায়, নির্দিষ্ট সময় পরীক্ষা শেষ করে ঘুরতে যাওয়া যায় আবার নতুন বছর বই নিয়ে নতুন উদ্যমে পড়া। আপনার পোস্ট টি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 months ago 

আমার লেখাটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 2 months ago 

আপনার পোস্ট টা দেখে অনেক কথা মনে পড়ে গেল। শেষ নতুন বই পেয়েছিলাম ২০১৭ সালে। আহ সেই কথাগুলো এখনও মনে পড়ে। বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার অনূভুতি টাই ছিল আলাদা। ধন্যবাদ আপনার ছেলের নতুন বই পাওয়ার পোস্ট টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

আমার গল্পটি পড়ে আপনার অতীতের কথা মনে পড়েছে এবং এটা ভেবে আনন্দ পেয়েছেন। শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আসলেই বার্ষিক পরীক্ষা শেষ হলে প্রায় সবাই বেড়াতে যায় আত্নীয় স্বজনদের বাসায়। যাইহোক আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো আপু। নতুন বই যখন হাতে পেতাম, তখন ভীষণ আনন্দ লাগতো। নতুন বইয়ের ঘ্রাণটা ভীষণ ভালো লাগতো। বইগুলো অবশ্যই মলাট করে দিবেন আপু। নয়তো বাচ্চারা বই নষ্ট করে ফেলে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি ভাই অবশ্যই।বইয়ে মলাট না দিলে তো বাচ্চারা নষ্ট করবে।