স্বরচিত কবিতা ||| ভালোবাসার কমিউনিটি ||| original poetry by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে।আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা মানে কি?সেটা একেকজনের কাছে একেক রকম।কেউ হয়তোবা ভালোবাসা মানে একদিন কে বুঝায়।আবার অনেকে ভালোবাসা মানে দীর্ঘদিনের পথ চলাকে বুঝিয়ে থাকে। আমার কাছে ভালোবাসা মানে একদিনের জন্য নয়।আর ভালোবাসা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্ন ক্ষেত্রে হয়। শুধু যে প্রেমিক প্রেমিকার ভালবাসার জন্যই ভালোবাসা তা কিন্তু নয়। মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকাই ভালোবাসা। এই ভালোবাসার কোন তুলনা হয় না। পরিবার নিজের ও আবার অন্য পরিবারের মানুষ ও নিজের থেকে অনেক সময় আপন হয়ে যায়।আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে সকল ভাই বোনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে আর সেটাও একটি পরিবার। কারণ একদিন দুইদিন তিনদিন নয় যেখানে বছরকা বছর সুসম্পর্ক গড়ে ওঠে। একজনের সুখে দুখে আরেকজনের পরামর্শ এবং খোঁজ খবর।এর থেকে গভীর ভালোবাসা আর কি হতে পারে।সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই চায়ের চুমুকে প্রথম যার সঙ্গে কথোপকথন শুভ সকাল বিনিময় এবং সারাটা দিন যার সঙ্গে থাকা হয় কথা বলা হয় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শুভ রাত্রি বলা হয় এটাই তো প্রকৃত ভালোবাসা। এ ভালোবাসাগুলো একদিনের নয়। প্রতিটি দিন মুহূর্ত মাস সময় যতই যাচ্ছে ততই ভালোবাসা গুলো আরো গভীর হচ্ছে। আর এত সুন্দর ভালবাসা মুখর একটি পরিবার পেয়েছি আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্যই।এজন্য আমরা দাদার কাছে চির কৃতজ্ঞ। আমারপ্রিয় কমিউনিটির প্রতি ভালবাসা থেকেই আমার স্বরচিত কবিতা ভালোবাসার দিনে "ভালোবাসার কমিউনিটি"। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি কি লিখেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেখে নেওয়া যাক।
দীর্ঘদিন একসঙ্গে পথ চলা
একে অপরের প্রতি মায়া মমতা,
ভালোবাসার যত্নে কিছু করা।
যার সাথে সারাটা দিন পার করা হয়
ভোরে ঘুম থেকে উঠেই
যার সঙ্গে সকালটা শুরু,
চায়ের কাপে চুমুকের সাথে
শুভ সকাল বলা,
এটাও তো ভালোবাসা।
আমার তো মনে হয়
দীর্ঘদিন পথ চলা
সবাইকে বোঝার ক্ষমতা,
সুন্দর পরামর্শের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন,
এর মাঝে কিছু আনন্দ
কৌতুক ফান কবিতা ও আড্ডা
যেগুলো জীবনে না থাকলেই নয়,
ভালোবাসা দিয়েই সব জয় করতে হয়,
তার পাশে থাকছে অর্থ উপার্জন
যেটা সবার জীবনেই প্রয়োজন।
কেন সে একদিনের হবে,
প্রিয় কমিউনিটির ভালোবাসায় আমরা মুগ্ধ,
বিপদ আপদ সুখ দুঃখ যাই বলি না কেন
আমার বাংলা ব্লগ পাশে আছে
পাশে থেকেছে আমাদের প্রিয় দাদা।
পেয়েছি সুন্দর কমিউনিটি।
যে আমাদের ভালো কিছু দিয়েছে
তার ভালোবাসা আমাদের হৃদয়ে
এবং মনে যুগ যুগ থাকবে।
আমার ভালবাসা প্রিয় কমিউনিটিকে নিয়ে,
ভালোবাসার বহিঃপ্রকাশ গুলো থাকলো
আমার বাংলা ব্লগে ব্লগ চেনে।
যেটা স্মৃতির পাতায় রয়ে যাবে
হয়তো কথা বলবে কোন এক সময়ে।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
প্রিয় দাদা এবং কমিউনিটিকে নিয়ে আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের কবিতার প্রতিটি কথাই কিন্তু সত্য। এমন করে করে কবিতা লিখে কমিউনিটির প্রতি নিজের ভালোবাসা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। দাদার ভালোবাসা এবং সহানুভূতির জন্যই আমরা এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। কি নেই আমাদের কমিউনিটিতে? সত্যি ভালোবাসায় ভরা আমাদের এই কমিউনিটি। কবিতাটি চমৎকার হয়েছে আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটি কথা অসাধারণ এবং সত্যি। আমার বাংলা ব্লগ কে ঘিরে লেখা চমৎকার একটি কবিতা শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
https://x.com/mst_akter31610/status/1890458203294478795?t=Fn-SYHIOBId34GI8jrpTIg&s=19
চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আমাদের দাদার আসলেই কোনো তুলনা হয় না। দাদার কারণেই আমরা এতো সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। আমাদের কমিউনিটি এভাবেই অনেক দূর এগিয়ে যাবে,সেই কামনা করছি। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গঠনমুলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।