অনুভূতিমূলক পোস্ট ||| আমার সুস্থতা ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পবিত্র এই মাহে রমজানে সুস্থ সুন্দরভাবে দিনযাপন করছেন।

Messenger_creation_AA542614-7A70-4356-906B-A08687CDE958.jpeg


বরাবরের মতো আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আমার সুস্থতার অনুভূতি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি।

পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। আর। আর সিয়াম সাধনার অর্থ হল সুবহে সাদীক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,খারাপ কাজ থেকে নিজেকে বিরত সংযত রাখা । এ পবিত্র মাস আমরা সবাই ইবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে আমাদের সকল গুনাহগুলো মাফ চাওয়ার একটি সময় পাই। আর এই মধুর মাসে সৃষ্টিকর্তা তার বান্দাদের অনেক গুনাহ মাফ করে দেন।

এই পবিত্র মাসে আমরা সবাই সবার দিক থেকে চেষ্টা করি ভালো কাজ করার জন্য। দান-খয়রাত এবং যে কাজগুলো করলে সওয়াব পাওয়া যাবে সেই কাজগুলো সবাই চেষ্টা করি করার জন্য। দুনিয়াটা দুদিনের আজ আছি কাল নেই। এই দুনিয়ায় জন্মগ্রহণ করলে তাকে পরকালে যেতেই হবে। তাইতো পরকালের চিন্তাভাবনা আমাদের প্রত্যেকটি মানুষের মনে আছে। মনে হয় কি করলে মাপ পাব আল্লাহর কাছ থেকে কি করলে সওয়াব লেখা হবে। দেখতে দেখতে চলে গেল রমজানের ২১ টি দিন।

এই ফজিলত পূর্ণ দিনটির জন্য আমরা কতই না অপেক্ষা করি। এক বছর পর আমরা এই দিনটি আবার ফিরে পাব কিনা সেটার কোন গ্যারান্টি নেই। এর আগের বছর অনেকেই হয়তোবা এই দিনটি পেয়েছে আজ হয়তোবা এই দিনটি অনেকের ভাগ্যে মিলেনি। আফসোস তো তখনই হয় যখন আমরা অনেক অহংকার টাকা-পয়সা লোভ লালসার মধ্যে ডুবে থাকি মানুষকে মানুষ বলে গণ্য করি না। তবে সত্যিই একটা কথা না বলেই পারছি না। আমি এতদিন যাবত অসুস্থ ছিলাম এত চিকিৎসা ডাক্তার দেখিয়েছি কিছুতেই সুস্থ অনুভব করছিলাম না।

তারপর মনে হল সৃষ্টিকর্তা ভালো না করলে কোন কিছুতেই আসলে ভালো হওয়া সম্ভব না। আজ হয়তোবা আমার খোদা আমার দিকে মুখ ফিরে তাকিয়েছে তাই একটু নিঃশ্বাস নিতে ভালো লাগছে।২-৩ বার কত না রকমের ঔষধ চেঞ্জ করলাম ডাক্তার ও দুই তিনবার দেখলাম। কিন্তু শ্বাসকষ্টে আমি অতিষ্ট হয়ে পড়ছিলাম। কিছুতেই যেন অসুখ কম ছিল না। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কোন কিছুই ভালো লাগছিল না। এত অসুস্থ তারপরেও সংসারের কাজ করে যখন রেস্ট নিতে যাই তখন মনে হয় শ্বাসকষ্ট আমার ভিতরে আটকে আছে। নিশ্বাস নিতে অনেক কষ্ট হতো।

এরপর যখন আবার নতুন করে ডাক্তার দেখিয়ে কিছুই স্প্রে অনেকগুলো এন্টিবায়োটিক ওষুধ দিল। তখন সেই ওষুধ একদিন ব্যবহারেই কিছুটা উপকৃত হলাম।আসলে অসুস্থতা এমন যে কোন কিছুই ভালো লাগেনা। শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব কিছু করতেও ইচ্ছা জাগে। তারপরও চেষ্টা করেছি অসুস্থ শরীরে রহমতের এই দিনগুলোয় রোজা রাখার। একটা জিনিস চিন্তা করে দেখলাম আমরা এই অসুখ-বিসুখে কতটা কষ্ট পাই কিন্তু যারা বিছানায় মাসের পর মাস পরে থাকে।

কাউকে কিছু বলতে পারেনা তারা কতটা অসহায়। সত্যিই নিজের কিছু হলেই অন্যের কষ্টটা বুঝতে পারা যায়। হয়তোবা সৃষ্টিকর্তা মুখ ফিরে তাকিয়েছেন জন্যই কিছুটা সুস্থ ফিল করছি। আর এই সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পেরে কতটা যে ভালো লাগছিল আমার। তখন সবাইকে বলে উঠলাম আমার আর নিঃশ্বাসের কোন সমস্যা হচ্ছে না আমি সুস্থ হয়ে গেছি। সৃষ্টিকর্তা এমন সমস্যা যেন আর কাউকে না দেয়। আসলে সমস্যাটা বেশি হয়েছে আমার ডাস্ট এলার্জি আছে বাসা চেঞ্জ করেছি এবং এই ময়লা এগুলোর জন্যই সমস্যাটা আমার বেশি হয়ে গেছে।আসলে একটু অসতর্কতা আমাদের জীবনে কতটা যে বিপদ বয়ে আনে সেটা আমি নিজেকে দিয়েই তার প্রমাণ পেলাম।

Messenger_creation_4B912F0F-D71D-4FEE-A1B4-0E70BF7031CC.jpeg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 7 days ago 

আপনার অভিজ্ঞতা ও অনুভূতি সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ আপনার সুস্থতা বরকতপূর্ণ করুন এবং সবাইকে ভালো রাখুন। রমজানের শেষ দশকের এই বরকতময় সময় আমাদের সবার জন্য মাফ ও রহমতের দরজা খুলে দিক। ভালো থাকবেন, আগামীর ব্লগের অপেক্ষায় রইলাম!