অত্যন্ত হৃদয়গ্রাহী ও প্রাঞ্জল উপস্থাপনা।"কর্ম" যে শুধু জীবিকার উপায় নয়, বরং আত্মোন্নয়ন, নৈতিক দায়িত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতার একটি শক্তিশালী মাধ্যম।এই ভাবনাটি লেখাটিতে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। ভগবদ্গীতার মর্মবাণী, চাণক্য নীতি ও লোকজ প্রবাদগুলোর সমন্বয়ে লেখাটি এক গভীর দার্শনিক অন্তর্দৃষ্টি তৈরি করেছে। এমন অন্তর্দর্শন মূলক লেখা সত্যিই চিন্তার দুয়ার খুলে দেয়। অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুপ্রেরণাদায়ী লেখার জন্য।