You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন-৫৮৪ || আধুনিক প্রতারক চেনার সহজ উপায় কি?

in আমার বাংলা ব্লগ3 months ago

আধুনিক প্রতারক চেনার সহজ উপায় ,

আধুনিক প্রতারকরা প্রযুক্তিকে হাতিয়ার করে মানুষের সহজ-সরল বিশ্বাসকে কাজে লাগায়। তবে সচেতন থাকলেই এদের চিনে ফেলা সম্ভব।

আজকাল প্রতারকরা এত স্মার্ট, কথা বললে মনে হয় যেন বন্ধু না প্রেমিক। যেই বলবে , "ভাই, আপনার বিকাশে ৫,০০০ টাকা ভুলে চলে গেছে, প্লিজ রিফান্ড দেন…তখনই বুঝে নিন নাটক শুরু, আপনি হচ্ছেন মুল চরিত্র! 🎭

আর কেউ যদি ফোন দিয়ে বলে ,📞 “আমি বিকাশ অফিস থেকে বলছি, আপনার একাউন্ট ব্লক হয়ে গেছে। উত্তরে বলবেন ,🗣️ “তাহলে ব্লক থাকুক ভাই, আমারও একটু বিশ্রাম দরকার!” 😴

🔸 এরা এত মিষ্টি কথা বলে, মনে হবে আপনাকে ধনী বানাবে।আসলে ওরা আসে আপনাকে গরিব বানানোর মিশনে! 🥲
🔸 অচেনা লিংকে ক্লিক করা মানে, নিজেই বলে দেওয়া “ভাই, আসেন ঠকান আমায়!” 😂

👉 তাই মনে আমাদের মনে রাখতে হবে ।OTP ,পাসওয়ার্ড আর বিকাশ পিন কাউকে বলা মানেই নিজের পকেট নিজে কাটানো।
তাই সচেতন থাকুন, ঠকে যাবেন না… বরং হেসে উঠুন আর অন্যকেও সাবধান করুন।😊🔐