ঘর সত্যিই একমাত্র এমন স্থান, যেখানে আমরা শান্তি পাই এবং নিজেকে নিরাপদ অনুভব করি। কিন্তু কিছু মানুষ সেই শান্তিকে নষ্ট করে, নিজেদের অশান্তি অন্যদের উপর চাপিয়ে দেয়। পরিবারে যতই সুযোগ-সুবিধা থাকুক, যদি পরস্পরের প্রতি সম্মান না থাকে, তাহলে শান্তি অটুট রাখা কঠিন। আসলে ঘরের শান্তি বজায় রাখতে হলে, আমাদের একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ঘরটি সাজাতে হবে। শান্তির এই পরিবেশটা হারানোর পরেই আমরা বুঝি, কিভাবে নিজের ঘরই আমাদের পৃথিবী ছিল।