You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৭
ছোট্ট আরিফ প্রথমবার রোজা রেখেছে। সারাদিন সে কাউকে বিরক্ত করেনি, দৌড়াদৌড়ি করেনি, এমনকি একবারও পানি চাইতে আসেনি!
মা অবাক হয়ে ভাবলেন, "বাহ! এত শান্ত? নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে রোজা রাখছে!"
বিকেলে মা গিয়ে দেখলেন, আরিফ বিছানায় শুয়ে আছে, মুখ শুকনো, চোখ আধবোজা। মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন—
"বাবা, কেমন লাগছে?"
আরিফ চোখের পাতা ফেলল না, ধীরে ধীরে উত্তর দিল—
"আমি এখন একদম রোবটের মতো হয়ে গেছি...! কম শক্তি খরচ করলেই রোজা সহজ হয়ে যাবে!"
মা হেসে বললেন, "এই জন্যই দুপুর থেকে এত ঠান্ডা হয়ে আছিস!"
আরিফ গভীর গলায় বলল—
"রোবটরা বেশি নড়াচড়া করে না, কারণ তাদের ব্যাটারি থাকে না... আমারও আজ ব্যাটারি চার্জ দেওয়া নিষেধ!"
মা তার কথা শুনে হাতে লাগলো।😄