বইমেলা মানেই যেন এক অন্যরকম অনুভূতি নতুন বইয়ের গন্ধ, প্রিয় লেখকদের সন্ধান, আর সীমিত বাজেটের সঙ্গে যুদ্ধ! লেখকের কাছ থেকে সরাসরি অটোগ্রাফ পাওয়া দারুণ এক স্মৃতি, যা বইয়ের পাতায় নয়, মনে গেঁথে থাকে। কিছু বই হয়তো কেনা হলো না, কিছু লেখকের দেখা মেলেনি, তবু যে অভিজ্ঞতা হলো, সেটাই তো সবচেয়ে বড় পাওয়া। মেলায় কাটানো প্রতিটি মুহূর্ত যেন একেকটি গল্প, যা আগামীর জন্য আরও অপেক্ষার দরজা খুলে দেয়! ধন্যবাদ ভাইয়া একুশে বইমেলার পর্ব- ৭ শেয়ার করার জন্য।