You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮১

in আমার বাংলা ব্লগlast month

চোখের সামনে ধোঁয়াশা ঘনায়,
পথের গায়ে কাঁটার দাগ রয়।
হিসেবের খাতায় ভুল সংখ্যা,
জীবন যেন এক কঠিন ধাঁধা।

সবটুকু হারিয়ে মনে হয় আজ,
হারটাই বুঝি সহজ সাজ।
তবু অন্তরে লুকিয়ে রাখি,
নতুন ভোরের রঙিন ছবি।

Sort:  
 last month 

বাহ,দারুণ লিখেছেন।

 last month 

খুব ভালো লিখেছেন আপু।