একজন প্রকৃত বই প্রেমীর অনুভূতি যেন ফুটে উঠেছে আপনার লেখাটায় । যুক্তিনির্ভর লেখা পড়ার প্রতি যে টান, তা সত্যিই প্রশংসনীয়। বই শুধু বিনোদনের জন্য নয়, চিন্তার প্রসার ও বোধের জাগরণেরও মাধ্যম এই উপলব্ধিটা খুব সুন্দরভাবে এসেছে। প্রান্তিক অঞ্চলে থেকেও বই সংগ্রহের চেষ্টা, নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাস । আশা করি, বইটি পড়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।