গোপনীয়তা নিয়ে মানুষের স্বাভাবিক কৌতূহল সত্যিই মজার একটা বিষয়। যত লুকোনো যায়, ততই জানার ইচ্ছা বেড়ে যায়। প্রফেসর আর ছাত্রীর বিয়ের খবর গোপন রাখাটা হয়তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাই যে সবার মাঝে এত রহস্য আর আলোচনা তৈরি করবে, সেটা হয়তো তারা কল্পনাও করেননি! শেষ পর্যন্ত সত্য বেরিয়ে এসেছে, আর ক্লাসের সবার জন্য সেটা মজার একটা অভিজ্ঞতায় পরিণত হয়েছে। জীবনেও তো এমন ছোট ছোট রহস্যের মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে। আপনার শেয়ার করা বিষয়টি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপু।