আপনার পোস্টটি পড়ে এবং ভিডিও দেখে মনে হলো, কাচ্চি ভাই রেস্টুরেন্ট খাবারের স্বাদ, পরিবেশ, আর সার্ভিস সব মিলিয়ে যেন বগুড়ার খাবার প্রেমীদের জন্য এক নির্ভরযোগ্য ঠিকানা। বাসমতি কাচ্চি আর বাদাম শরবতের কম্বোটা সত্যিই লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমার কাছেও আপু এই কম্বোটা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।