আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আজকের গানের কভারটা সত্যিই মন ছুঁয়ে গেল। আপনার কণ্ঠের স্বচ্ছতা আর সুরের মাধুর্য গানটাকে নতুন মাত্রা দিয়েছে। আগেও গানটি শুনেছিলাম, কিন্তু আপনার কণ্ঠে শুনে একদম অন্য রকম লাগলো। খালি গলায় এমন আবেগ আর গভীরতা তুলে আনা সত্যিই প্রশংসনীয়।
এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।