You are viewing a single comment's thread from:
RE: একজন ভালো মানুষের মৃত্যু..!😥
জীবন-মৃত্যু সত্যিই বিধাতার হাতে, আর কিছু কিছু বিদায় মেনে নেওয়া ভীষণ কষ্টের হয়ে যায়। কেয়া দিদির চলে যাওয়া গভীর শোকের, বিশেষ করে যখন তার বড় সন্তান শেষ দেখা পর্যন্ত পেল না। তার স্বামীও শেষ পর্যন্ত লড়ে গেছেন, কিন্তু ভাগ্যের লিখন মেনে নিতেই হলো। প্রার্থনা করি, তিনি শান্তিতে থাকুন, এবং তার পরিবার এই শোক কাটিয়ে শক্তি খুঁজে পাক।
স্বামীর অক্লান্ত পরিশ্রম ছিলো তাঁকে বাঁচানোর কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসের কাছে হেরে গেলো।ধন্যবাদ আপু।