You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে: নিঃশব্দ অভিমান।।১৮ ফেব্রুয়ারি ২০২৫
কবিতার প্রতিটি চরণ এক গভীর নীরব ব্যথার প্রতিচ্ছবি। নিঃশব্দ অভিমান, অপেক্ষার দীর্ঘশ্বাস, আর দূরত্বের অন্তরালে লুকিয়ে থাকা ভালোবাসার আকুতি সবকিছুই হৃদয়কে ছুঁয়ে যায়। ভাষার সৌন্দর্য ও আবেগের গভীরতা মিলে এটি এক অনবদ্য সৃষ্টি হয়েছে।নিঃশব্দ অভিমান কবিতাটি পড়ে বেশ মুগ্ধ হলাম।