ব্রকলি ও ডিমের এই রেসিপি সত্যি দারুণ ছিল। দেখে মনে হচ্ছিল কতটা সুস্বাদু এবং মজাদার। এমন রেসিপি তৈরি করলে সত্যিই খেতে খুব মজা হয়। আপনার তৈরি করা খাবারের রেসিপি দেখে জিভে পানি চলে আসে, মনে হয় একবারে খেয়ে ফেলি। আশা করি ভবিষ্যতেও ভিন্ন ইউনিক এমন আরও সুস্বাদু রেসিপি পাবো ধন্যবাদ।।
সত্যি মজাদার রেসিপিটি আপু।