টেইলার্সের কাজে আমি খুবই পারদর্শী হয়ে উঠেছি ।তবে প্রথম প্রথম খুব ভুল হতো আর সেগুলো খুলে আবার ঠিক করা খুবই বিরক্তিকর ব্যাপার ছিল।তবে দীর্ঘ ৪ বছর থেকে সিলাই করছি এখন আর ভুল হয় না। নিজের কাপড় নিজেই তৈরি করি নিজের মত করে ।টেইলার্স যাওয়ার ঝামেলা করতে হয় না।যাই হোক আপনার পোস্ট টি পরে একটু হলেও খারাপ লাগলো। ধন্যবাদ এই ঝঞ্জাটের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ তা তো বেশ ভালো । নিজের কাপড় নিজের সেলানো মানে তো অনেক রকম ডিজাইন দিয়েই সেলানো যায়।কাছে থাকলে কিন্তু আপনার কাছে দিতাম ,হাহাহা।
কখনো দেখা করার সুযোগ হলে ও তৈরি করে দিবো আপু 🥳।