ঠিকই বলেছ দাদা। এ যেন একেবারে প্রকৃতির ভেলকি। কিন্তু আসলেই এটি হলো ভবিষ্যতের জন্য এক অশনী সংকেত। মানুষ নিজের পাপের ফলই নিজে ভোগ করছে। ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর অবস্থা মোটেই ভালো নয়, ভবিষ্যতের জন্য কঠিনতম দিন অপেক্ষা করে আছে। এখনো হাতে অল্প কিছু সময় আছে, মানুষ যদি এখন থেকেই সচেতন না হয় তাহলে কেউ রক্ষা করতে পারবে না।