বেশ মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। বুটের হালুয়া অনেকবার খেয়েছি কিন্তু কখনো ঘরে তৈরি করে খাওয়া হয়নি। আর কোন কিছু খেতে ইচ্ছে করলে হুট করে যদি ঘরে তৈরি করা যায় তাহলে বেশ ভালো। অনেক চেষ্টা করার পরে আপনি একদম পারফেক্ট হালুয়া রেসিপি শেয়ার করলে। অনেক ভালো লাগলো দেখে।
জি আপু, কিছু খেতে মন চাইলে নিজে বানিয়ে তৃপ্তি নিয়ে খেতে পারাটা অনেক দারুণ বিষয় !