এমনিতে রোজা রাখলে এটা ওটা খেতে ইচ্ছে করে। তার ওপরে আপনার শেয়ার করা হরেক রকমের আচারের ফটোগ্রাফি দেখে লোভ সামলানো যাচ্ছে না। হয়তো রোজার কোন ক্ষতি হলে আপনার দায়ী হবে হি হি হি। আচারগুলো যখন দেখছি খেয়ে নিতে ইচ্ছে করছে। অনেক ভালো লাগলো আচারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন।
আচারের ফটোগ্রাফি দেখেন কিন্তু খাইয়েন না তাহলে আর রোজা হালকা হবে না, হি হি হি।