এই শীতের দিনে বৃষ্টি হওয়া মানে বেশ বাজে অবস্থা। যেহেতু ভালোমতো রোদ থাকে না চারদিকে সেঁতসেঁতে অবস্থায় কিছু ভালো লাগেনা। তবে আমাদের এখানে গরম শুরু হয়ে গেছে। আমাদের এখানে ফ্যানের বাতাস চলতেছে। আর আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে। এই যেন সৃষ্টিকর্তার লীলা খেলা। ব্লগটি পড়ছ ভালো লাগলো
আবহাওয়ার পরিবর্তন কখন কিভাবে হবে তা বলা মুশকিল।