মাশাল্লা গাবলু বাবলু তো দেখতে দেখতে চার মাস পার করে ফেলছে দাদা। সেই তো বেশ ভালো হাসতে পারে। আর দেখতে আপনার মত গোলগাল চেহারা। আর সবাই মিলে পার্কে যাওয়ার মজা আলাদা। এত বড় পার্কে মাত্র ৩ টাকা মানে দাদা এখনো পানির দামে। সবার ঘুরাঘুরি দেখে ভালো লাগলো। সবার জন্য শুভকামনা রইলো।