ওয়াও দারুণ একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া আপনি। থানকুনি পাতা আমার অনেক প্রিয় আমি প্রায় সময় ভাজি কিম্বা ভর্তা করে খেয়ে থাকি। তবে এভাবে কখনো চপ তৈরি করে খাওয়া হয়নি। আমরা জানি থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সেই উপকারী পাতাটিকে আমরা বিভিন্ন পদ্ধতিতে খেতে পারি। যা আপনি আজকে থানকুনি পাতার চপ তৈরি করে আমাদেরকে চমক দিয়ে দিলেন বেশ ভালই লাগলো।
হ্যাঁ আপু এই শাক অনেকভাবে খাওয়া যায় আমি এটি প্রথম করছি তাই প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে খেতে কেমন লাগবে কিন্তু পরে খেয়ে দেখি খুবই ভালই লেগেছে।