যাক বাঁচা গেল অবশেষে সংসার একটা পেয়ে গেলেন তাহলে! এভাবে পরিকল্পনা আর বাস্তবতা কখনো এক হয়ে ওঠেনা।পরিকল্পনা হয়ে থাকে এক রকম,সেটা বাস্তবে রূপ নেই অন্য রকম।তবে আমার মতে আপনারা সব বন্ধুরা মিলে যখন রান্না করে খাবেন তা ভাল হবে।কারণ বাইরের খাবার এতদিন খাওয়া তো শরীরের জন্য ভাল হবে না। বাইরের খাবার দু’কদিন খাওয়া যায়।এতদিন খাওয়া যায় না।খুব সুন্দর একটি কাজ করেছেন সবাই মিলে বাসা নিয়ে সুন্দর একটি সংসার সাজিয়ে নিলেন।
আর বলিয়েন না আপু কি যে এক পেরা😁।বিশেষ করে বাজারের দিনগুলা বেশি ভয়ংকর।আর বাইরের খাবার শরীরের সাথে সুট হচ্ছে না এই জন্যেই রান্না করে খাওয়ার সিদ্ধান্ত।