ক্রিয়েটিভ রাইটিংঃ-এসো গরিব দুঃখীকে সহযোগীতা করি সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করি।
শুভ সন্ধ্যা সবাইকে,
আসসালামুআলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই সময় দিয়ে আমার ব্লগ পড়বেন সে প্রত্যাশা কামনা করছি। চেষ্টা করি বন্ধুরা সব সময় নিজের ভিতরে থাকা প্রতিভা গুলো সবার সাথে শেয়ার করতে। কোন কিছু যদি মানুষের ভিতরে থাকে সেগুলো সবার কাছে প্রকাশ করতে পারলে অনেক বেশি ভালো লাগে। সৃষ্টিকর্তা প্রত্যক মানুষকে কোন না কোন গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। হয়তো অনেকে চর্চা করার মাধ্যমে তাদের প্রতিভা গুলোকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আবার অনেকের সেই জায়গাটুকু তৈরি হয় না। এমন একটি প্লাটফর্মে কাজ করি বলে নিজেকে অনেক বেশি ধন্য মনে করি। যেখানে নিজের ভিতরে থাকা যত ধরনের ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করার চেষ্টা করি। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য হাজির হয়েছি।
আপনারা তো সবাই জানেন আর কয়েকদিন পরেই ঈদের আগমন পবিত্র ঈদুল ফিতর। রোজার শেষে ঈদের দিনটা আমাদের সবার জন্য অনেক খুশির দিন। কারণ দীর্ঘ একমাস সিয়াম পালন করার পরে মানুষ এই দিনটাকে অনেক ভালোভাবে উপলব্ধি করে থাকেন এবং সবাই আনন্দ করে থাকেন পরিবারের সবাইকে নিয়ে। সবাই সিয়াম সাধনার পরেই যাকাত ফিতরার মাধ্যমে নিজেদের সম্পাদন গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়ে থাকেন। সবাই চেষ্টা করে নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে এবং নিজেদের সম্পদের কিছুটা অংশ সবার সাথে শেয়ার করে আনন্দগুলো ভাগাভাগি করে নিতে।
ইসলাম এমন একটি শান্তিপূর্ণ ধর্ম যেখানে যারা ধনী সম্পাদশালী তাদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে এভাবে বন্টন করে দিয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একমাস সিয়াম সাধনার পরে আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের সমস্ত ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিতে এবং আমাদের গুনাহগুলো মোচন করে দিতে। অনেক মানুষ আছেন পুরো রমজান মাস ইবাদতের মধ্যে দিয়ে চলে যাই এবং যারা গরিব দুঃখী তাদেরকে অনেক বেশি সহযোগিতা করে থাকেন। তবে এই ঈদ অনেকের কাছে খুবই স্বাভাবিক দিন যায়। কারণ তাদের টাকা থাকে না ভালো পোশাক কেনার তাদের টাকা থাকে না ভালো-মন্দ খাবার কিনে খাওয়ার। তাই তাদের কাছে ঈদের দিন এত বড় কোন ব্যাপার নয়। অন্যান্য স্বাভাবিক দিনের মতো তারা ঈদের দিনটাকে পালন করে থাকেন।
তবে তারা খুবই ছোট মনে মনটা খারাপ করে বসে থাকেন। যেহেতু তাদের কোন টাকা থাকে না ভালো-মন্দ কপড় পরার এবং খাওয়া-দাওয়ার করার। আমরা যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখি কে সহযোগিতা করে তাদেরকে যাকাতের মাধ্যমে কিছু টাকা দিয়ে সহযোগিতা করা। তাছাড়া ও ইফতারি দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তবে সব মানুষ একরকম নয় অনেক মানুষের কাছে অনেক সম্পদ থাকার সত্ত্বেও তারা গরিব দুঃখীকে সহযোগিতা করে না। তারা তাদের আত্মীয়-স্বজনকে এক টাকা ও সহযোগিতা করে না। সৃষ্টিকর্তা মানুষকে ধন সম্পদ দিয়ে থাকেন এবং পরীক্ষাও করে থাকেন কারা জনদরদী এবং গরীব দুঃখী কে সহযোগিতা করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ এদেরকে সহযোগিতা করবেন না বা ক্ষমা করবেন না। আমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আমি যদি পেট ভরে খায় তাহলে সৃষ্টিকর্তা ক্ষমা করবে না।
আমার যে পার্শ্ববর্তী উপাস থাকেন আমাদের উচিত তাদেরকে খাওয়ানোর। যারা কাপড়-চোপড় নিতে পারে না টাকার অভাবে তাদেরকে বস্ত্র দান করা আমাদের সকলের উচিত। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী লোকদেরকে আমাদের আত্মীয়-স্বজনদেরকে সহযোগিতা করি এবং এক সাথে ঈদ পালন করি তাহলে আমাদের খুবই আনন্দময় হবে। যারা ঈদের দিন ভালো মন্দ খেতে পারবে না তাদের কে যদি আমরা ভালো-মন্দ খাবারগুলো বিতরণ করি এবং সাহায্যে সহযোগিতা করি তারা তাহলে অনেক বেশি আনন্দিত হবে। আমরা যেমন ঈদের আনন্দ উপভোগ করতে পারবো তারাও আমাদের সাথে সেই আনন্দটুকু উপভোগ করে নিতে পারবে। তারাও আনন্দ উপভোগ করতে পারবে।
এমন হাজারো মানুষ আছে ঈদের দিনও ভিক্ষা করে থাকেন। কিন্তু তাদের কি মন চায় বলেন ঈদের দিন ভিক্ষা করতে? হয়তো তাদের অভাব রাতে খাবার থাকবে না ভালো মন্দ খাবার থাকবে না। রাতে খাওয়ার তাদের কোন কিছু নাই সেজন্য দিনের বেলায় ভিক্ষা করতে বের হয়েছে। আমাদের সমাজ কাঠামো যদি এরকম হয় যে সম্পদের সমবন্টন তাহলে এঊ ধরনের দরিদ্র থাকবে না সমাজে অভাব থাকবে না এবং বৈষম্য থাকবে না। ইসলাম এমন ভাবে ধর্মকে আদর্শ রূপে প্রকাশ করছেন যে, ক্ষুদার্থকে খেতে দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও। যারা ঘর বিহীন আছে তাদেরকে সহযোগিতা করে ঘরে থাকার সুযোগ করে দাও। যারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে তাদেরকে চিকিৎসা করার সুযোগ করে দাও।
ভালো মন্দ সবকিছু মিলিয়ে জীবনের একটি পার্ট। তেমনি করে কেউ হচ্ছে প্রচুর সম্পদের মালিক আবার কিছু মানুষ দরিদ্র রয়েছেন। ধনী ব্যক্তিদের উচিত যারা গরীব দুঃখী তাদেরকে সহযোগিতা করা। এভাবে যদি জীবন যাপন করা হয় তাহলে সবার জীবন গুলো খুব সুন্দর এবং আনন্দময় হবে। সমাজ থেকে বৈষম্য দূর হবে সমাজের অবকাঠামো সুন্দর হবে। আশা করি বন্ধুরা আমার আজকের লেখাপড়া সবার ভালো লাগবে। আমরা সবাই ঈদের দিনটাকে আনন্দময় করে তুলি। আমাদের পাশের মানুষদেরকে সহযোগিতা করি। বস্ত্র কিংবা খাবারের মাধ্যমে সহযোগিতা করি।
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Puss
https://x.com/heranahar148614/status/1903840428656583131?t=kSeyUF0Oqb3UuE61Ld8jwA&s=19
Puss
https://x.com/heranahar148614/status/1903842495911669838?t=hcEQhCxt7K5Dok5Weg8uJg&s=19
Puss
https://x.com/heranahar148614/status/1903844100987924605?t=oS2X-J74dy9x7RlTRRN0nQ&s=19
PUSS
https://x.com/heranahar148614/status/1903845602712252768?t=fhwr-MSzU8QaIEWFW5nLgA&s=19
Puss
https://x.com/heranahar148614/status/1903846996823490789?t=Z9MA1kfAxU-LdqFpKXTwGw&s=19
PostTwitter
https://x.com/heranahar148614/status/1903847863362428999?t=MaRNxl21L5SqNSqwgMjfgA&s=19