আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে হঠাৎ রোজা অনেকগুলো চলে গেল। রমজানের দিনে নিশ্চয়ই সবার দিনকাল ভালো যাচ্ছে। এভাবে হঠাৎ দেখতে দেখতে ৩০ টি রমজান শেষ হয়ে যাবে আমরা বুঝতেও পারবোনা। রমজানের শেষ আমরা ঈদের ছুটি কাটাবো ঈদের আনন্দ উপভোগ করবো সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে আপনাদের সাথে আর্ট পোস্ট শেয়ার করে নিতে। আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো ইউজার আছেন যাদের আর্ট গুলো দেখলে চোখ ফেরানো যায় না। তারা এত সুন্দর করে আর্ট গুলো করেন তাদের হাতের দক্ষতা এত বেশি সত্যি মুগ্ধ হয়ে যায়। তাই এদের আর্টগুলো দেখলে অনুপ্রাণিত হয়ে নিজেরাও করার চেষ্টা করে থাকি। তবে তাদের মতো করে কখনো করা সম্ভব নয়। কিন্তু তাদের মতো করে করতে পারব না বলে চুপ করে বসে থাকলে হবে না।

প্রতিনিয়ত চেষ্টা করলে হয়তো একদিন ভালো কিছু করতে পারবো সে প্রত্যাশা নিয়ে প্রতিনিয়ত আর্ট গুলো করে থাকি। আজকে আমি এই আর্ট আপনাদের সাথে শেয়ার করেছি তা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট এঁকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ধরনের বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে চারপাশের গাছপালা বিকেলে আকাশে পাখির উড়াউড়ি দেখতে বেশ ভালো লাগে। আমি প্রথমেই পেন্সিল দিয়ে পুরো আর্ট করে নিয়েছি। এরপরে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। স্কেচ করার পরে দেখতে খুবই সুন্দর হয়েছে।

এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমি কিভাবে করেছি সেই ধাপসমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে নিবো। বন্ধুরা আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করে নেওয়া যাক--

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-
প্রথম ধাপঃ
আমি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে পেন্সিল আর কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোগ্রাফির মাধ্যমে।


দ্বিতীয় ধাপঃ
এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পেন্সিল আর স্কেল দিয়ে ঘর করে নিয়েছি। সেখানে ইটের দৃশ্য এঁকে নিয়েছি।।



তৃতীয় ধাপঃ
এই ধাপে দেখতে পাচ্ছন বন্ধুরা পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিয়েছি।


চতুর্থ ধাপঃ
যেহেতু আগে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। এখন দুই দিকে দুইটি গাছ এঁকে নিয়েছি।


পঞ্চম ধাপঃ
পুরো আর্ট করা শেষ। এখন সবখানে ভালোমত স্কেচ করে নিচ্ছি।



ষষ্ট ধাপঃ
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যখন পুরো দৃশ্যের আর্ট করা শেষ তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে আজকের আর্ট কমপ্লিট হয়ে যায়।


আর্টের উপস্থাপনা
বন্ধুরা এভাবে ধাপে ধাপে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি। যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। যদি ধপা গুলো কোন ধরনের ঝামেলা ছাড়া কমপ্লিট করে ফেলা যায় তাহলে বেশ আনন্দ পাওয়া যায়। কারণ ক্রিয়েটিভ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও ভালো পারি না কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাই যেমনই হবে হোক আপনাদের সাথে ক্রিয়েটিভ বিষয়গুলো শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের স্কেচ আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন অনেক অনুপ্রাণিত হবে। আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।




ডিভাইসের নাম | MI- Redmi Note |
মডেল | Redmi Note- 14 pro |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | প্রাকৃতিক দৃশ্যের স্কেচ আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


পেন্সিল দিয়ে চমৎকার আর্ট করেছেন আপু। আপনার তৈরি করা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। নারকেল গাছ দুটো দেখতে চমৎকার লাগছে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
আমার শেয়ার করা আর্ট আপনি সময় দিয়ে দেখলেন। ভালো লেগেছে জানতে পেরে অনেক বেশি উৎসাহ পেয়েছি।
আপনি দেখছি আর্ট করতে ও বেশ পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের সিম্পল স্কেচ আর্ট করেছেন। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
যদিও ভালো আঁকতে পারি না। কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে আর্ট গুলো শেয়ার করে নিতে।
আসলেই আমাদের কমিউনিটিতে অনেক ইউজার আছে, যাদের আর্ট এককথায় দুর্দান্ত হয়৷ তাছাড়া আপনার আর্ট গুলোও দারুণ হয়। যাইহোক বৃত্তের মধ্যে দারুণভাবে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সময় দিয়ে দেখার জন্য এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য।
পেন্সিল স্কেচ গুলো আমার বেশ পছন্দ। অনেকদিন হলো এ ধরনের আর্ট করা হয় না। আপনি খুব চমৎকার একটা পেন্সিল স্কেচ শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্য হওয়ার কারণে আরো আকর্ষণীয় লাগছে দেখতে। খুব চমৎকার হয়েছে আপনার এই আর্ট। এত সুন্দর একটা পেন্সিল আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি পেন্সিল স্কেচ শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগলো। পেন্সিল স্কেচ আমার কাছে অনেক ভালো লাগে। সিম্পল হলেও এই আর্ট খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমারও অনেক ভালো লাগে আপু পেন্সিল সঙ্কেত করতে। আপনি সময় দিয়ে দেখলেন তাতে অনেক বেশি খুশি হয়েছি।
https://x.com/heranahar148614/status/1902067936803881419?t=khSaqcEhOxKsye8x4LZ16g&s=19
অনেক সুন্দর করে আপনি গোল বৃত্তের মধ্যে একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। পেন্সিল দিয়ে তৈরি করা এমন স্কেচ দেখতে অনেক সুন্দর লাগে। আর প্রাকৃতিক দৃশ্যের তো কোন তুলনাই হয় না। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ দাদা অনেক উৎসাহ দেওয়ার জন্য।
মৃত্যুর মধ্যে খুব সিম্পল একটি প্রাকৃতিক দৃশ্য আপনি এঁকেছেন। সব থেকে বড় কথা প্রাকৃতিক দৃশ্যটি অত্যন্ত নিখুঁত হয়েছে। কোথাও একটু এলোমেলো ভাব নেই। আর সেই কারণে ছবিটি দেখতে খুবই ভালো লাগছে।
আপনার শেয়ার করা গঠনমূলক মতামত পড়ে খুব ভালো লেগেছে।
অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের সিম্পল স্কেচ আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার সিম্পল স্কেচ আর্ট গুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সিম্পল স্কেচ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।